’৯-এর দশকের নস্ট্যালজিয়া উস্কে দিলেন দিলজিৎ দোসঞ্জ-ফাতিমা সানা শেখ
আজ রিলিজ হল ছবির মিউজিক লঞ্চ। ছবিতে রয়েছে ছটি গান। ‘ওয়ারেয়া’, ‘লড়কি ড্রামেবাজ হ্যায়’, ‘সুরজ পে মঙ্গল ভারি’, ‘ব্যাড বয়েজ’, ‘দৌড়া দৌড়া’।

নব্বইয়ের দশকের প্রেমগুলোয় কত শত মুহূর্ত উঁকি মারে স্মৃতিতে। এসটিডি বুথ থেকে প্রথম প্রেমিকাকে ফোন করা। কিংবা চলে যাওয়ার সময় ‘তাঁর’ ফিরে তাকানোতে যেন বামুন হয়ে চাঁদ ধরতে পারার অনুভূতি, অথবা প্রেমিকার সামনে হিরো হতে আর পাঁচজন ফচকে ছেলের সঙ্গে হাতাহাতি। এ সব কিছু ধরা থাকছে পরিচালক অভিষেক শর্মার ছবিতে। নাইন্টিজের প্রেক্ষাপটে নিটোল প্রেমের গল্প ‘সুরজ পে মঙ্গল ভারি’তে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), দিলজিৎ দোসঞ্জ (Diljit Dosanjh), ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)।
আজ রিলিজ হল ছবির মিউজিক লঞ্চ। ছবিতে রয়েছে ছটি গান। ‘ওয়ারেয়া’, ‘লড়কি ড্রামেবাজ হ্যায়’, ‘সুরজ পে মঙ্গল ভারি’, ‘ব্যাড বয়েজ’, ‘দৌড়া দৌড়া’। ছবির মিউজিক করেছেন জাভেদ–মোহসিন এবং কিংশুক চক্রবর্তী।
পরিচালক অভিষেক ছবির গান প্রসঙ্গে বললেন. “প্রত্যেক গান নস্ট্যালজিয়ার কথা বলে, এবং তা শোনার পরে আমাদের ফেলে আসা নাইন্টিজের সময় মানে সহজ সময়ে ট্রানস্পোর্ট করে। ফ্রেশ এনার্জি রয়েছে গানগুলোয়। ‘ওয়ারেয়া’ গানে দিলজিৎ এবং ফাতিমার এক দারুণ কেমিস্ট্রি ধরা পড়ছে, যা গানটিকে একটি আলাদা মাত্রা দিয়েছে।” ‘ওয়ারেয়া’ গানটি গেয়েছেন জাভেদ মোহসিন। ১৬ নভেম্বর ‘জি স্টুডিও’–তে মুক্তি পাচ্ছে ‘সুরজ পে মঙ্গল ভারি’।





