টেবিলে সাজানো খাবার। টেবিল ঘিরে বসে রয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে একজনকে আপনি চেনেন। অভিনেত্রী (Actress) তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বাকিরা তাঁর পরিবারের সদস্য। পারিবারিক ইফতারের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘পরিবারের সঙ্গে এই রমজানের শেষ ইফতার’। রাত পোহালেই ঈদ। তার আগে রমজান মাসের শেষ ইফতার পরিবারের সঙ্গে কাটালেন তিনি। সেই পারিবারিক মুহর্তের ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অন্য সকলের মতোই নুসরতের কাছেও তাঁর পরিবার সব কিছুর আগে। কর্মসূত্রে বিভিন্ন ব্যস্ততার কারণে সব সময় পরিবারকে সময় দিতে পারেন না। অথবা সব উৎসব পরিবারের সঙ্গে পালন করা হয়তো সম্ভব হয় না। কিন্তু যতটুকু সম্ভব তিনি পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করেন। এ বারের পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। করোনা আতঙ্কে সকলে তটস্থ। সে কারণে কম আয়োজনেই ঈদ সেলিব্রেট করবেন সকলে।
কখনও রাজনীতি মঞ্চ, কখনও কেরিয়ার, কখনও বা ব্যক্তিগত সম্পর্ক- সব সময়ই শিরোনামে থাকেন নুসরত। তার মধ্যেই পারিবারিক মুহূর্তের ছবি পছন্দ করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন, বয়ফ্রেন্ডের সঙ্গে ভার্চুয়ালি আলাপ করালেন আলিয়া কাশ্যপ