
রবিবার হঠাৎই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানপুত্র অভিনেতা বাবিল খানের একটি কান্নার ভিডিও। যেখানে অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিংয়ের মতো তারকাদের নাম নিয়ে, বলিউডকে খারাপ জায়গা বলে দাবি করেন অভিনেতা। বাবিলের এই ভিডিও ভাইরাল হতেই, হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। নেটিজেনরা মনে করতে শুরু করেন, ইরফানপুত্র বাবিল হয়তো বলিউডের বৈষম্য নিয়েই মুখ খুলেছেন। আর সেই কারণনেই নির্দিষ্ট কয়েকজন তারকাদের নাম নিয়েছেন। তবে ভুল খবর ছড়ানোর আগেই মাঠে নামল বাবিল খানের পরিবার। সোশাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, যা রটেছে, তা একেবারেই ভ্রান্ত। বাবিল ওই তারকাদের কোনভাবেই কটাক্ষ করতে চাননি।
বাবিল খানের পরিবারের থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হল, বেশ কয়েকবছর ধরে বাবিল খান এই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। তাঁর কাজের জন্য প্রশংসাও পেয়েছে। বাবিল আগেই মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন। বাবিল এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যাঁরা বাবিলকে ভালবাসেন, পছন্দ করেন তাঁদের আশীর্বাদে বাবিল সুস্থ রয়েছেন।
এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাবিল যে ভিডিওটি আপলোড করেছিলেন, তার ভুল ব্যাখ্যা হয়েছে। বাবিল আসলে বলতে চেয়েছেন অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আর্দশ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিং নিজেদের প্রতিভাকেই তুলে ধরতে ইন্ডাস্ট্রি এসেছেন। তাঁদের কাজের প্রতি ভালবাসাই এই ইন্ডাস্ট্রিকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তাঁরাই বলিউড ইন্ডাস্ট্রির হৃদয়।