বড় পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও ছোট পর্দা দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন ঐন্দ্রিলা সেন। তাঁর অভিনীত ‘সাত পাকে বাঁধা’ আজও লোকের মুখে মুখে। লোকের মনে আজও তিনি সেই ‘দুষ্টু’। সেই দুষ্টুকে দেখেই এবার ভক্তদের চোখেমুখে চিন্তার ছাপ। ‘এ কী অবস্থা করেছেন তিনি নিজের’! প্রশ্ন তাঁদের। কী হয়েছে?
চিরকালই ঐন্দ্রিলাকে ভক্তরা দেখে এসেছেন অন্য রূপে। না, তথাকথিত ‘জিরো ফিগার’ কোনওদিনই তাঁর ছিল না। তবে ২০২১ সাল থেকে বলিউডে ডেবিউ হওয়ার পর থেকেই ওজন ঝরানোর মরিয়া চেষ্টা শুরু করেন ঐন্দ্রিলা। সফলও হন। ভালই ওজন কমে তাঁর। এই মুহূর্তে ‘মির্জা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। আর ওই ছবির জন্য তিনি একেবারে ওজন কমিয়ে ফেলেছেন। আর তাতেই কপালে ভাঁজ ভক্তদের। নেটিজেনদের একটা বড় অংশের মতে একদম মানাচ্ছে না তাঁকে। একজন লিখেছেন, “দিদি আপনাকে এভাবে দেখতে অভ্যস্ত নই। আপনি আবার আগের মতো হয়ে যান। এত রোগা কেন হলেন”। আর এক ভক্তের দাবি ‘ অসুস্থ’ লাগছে তাঁকে। তবে না, তিনি অসুস্থ মোটেও নন। ভালই আছেন নায়িকা। ডায়েট চার্ট মেনেই ওজন কমিয়েছেন নিজের।
এর আগে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা নিজেই বলেছিলেন, ওজন বৃদ্ধির কারণে কাজ ছাড়া হয়েছে তাঁর। সেই কারণে স্বাস্থ্য সচেতন হয়ে ওজন ঝরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, শুধু কি নেটিজেনরা? এই তো গত বছর, ঐন্দ্রিলার আগেকার ও এখনকার দুই ছবি শেয়ার করে মধ্যরাতে ‘হাহাকার’ করতে দেখা গিয়েছিল প্রেমিক অঙ্কুশ হাজরাকেও। তিনি লিখেছিলেন, “আমার আদর করে গান চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল, ওর মুখে চকোলেট, ফাস্ট ফুড, মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেই চলেছি। আমি আমার সেই পুরনো ঐন্দ্রিলা কে ফিরে পেতে চাই।” সঙ্গে একগুচ্ছ দুঃখের ইমোজি। যতই আফসোস বাকিরা করুক না কেন, নিজের এই ওয়েট লস নিয়ে কিন্তু দারুণ খুশি ঐন্দ্রিলা। হাতে বেশ কিছু কাজ রয়েছে। তবে ‘মির্জা’ নিয়ে দারুণ উত্তেজিত তিনি। দক্ষিণী ছবির আদলে এই ছবি দিয়েই প্রথম প্রযোজনায় হাত দিচ্ছেন অঙ্কুশ। কিছু দিন আগে এই ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন দু’জনেই। ছবিটি দর্শকের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।