এই নায়িকাকেই বিয়ে করবেন সলমন! ভক্তরা খুঁজে পেলেন পাত্রীর ছবি

ঠিক এই সময়ই সলমনের হয়ে পাত্রী খোঁজার দায়িত্ব নিলেন তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় বলিউডের এক নায়িকার সঙ্গে সলমনের বিয়ে ঠিক ফেললেন সল্লু ভক্তরা!

এই নায়িকাকেই বিয়ে করবেন সলমন! ভক্তরা খুঁজে পেলেন পাত্রীর ছবি
Image Credit source: representative image

|

Jul 12, 2025 | 4:08 PM

উনোষাট বছর বয়সেও, বলিউডের এলিজেবল ব্যাচেলার সলমন খান। প্রেমিকার তালিকা লম্বা হলেও, সম্পর্ক টেকেনি তাঁর। আর তাই বয়স পেরলেও বিয়ে করার কোনও নামগন্ধ নেই সলমনের। ঠিক এই সময়ই সলমনের হয়ে পাত্রী খোঁজার দায়িত্ব নিলেন তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় বলিউডের এক নায়িকার সঙ্গে সলমনের বিয়ে ঠিক ফেললেন সল্লু ভক্তরা!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দুম করেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি সাক্ষাৎকারের ভিডিও। যে ভিডিওতে স্পষ্ট সলমনের প্রতি ভালবাসা উজাড় করেছেন আমিশা। তাঁর কথায়, সলমন এরকমই থাকুক। বিয়ে করতে হবে না। এটাতেই সলমনকে কুল লাগে। আমিশার এই কথার সূত্র ধরেই সল্লু অনুরাগীরা চাইছেন ৪৯ বছর বয়সী আমিশাও সিঙ্গল এবং উনোষাটের সলমনও সিঙ্গল। তাই এই দুই সিঙ্গল তারকা যদি মিঙ্গল করে নেয়, তাহলে দুজনেই প্রেম খুঁজে পাবেন।

অনুরাগীরা আমিশার ছবি পোস্ট করে সলমনের বিয়ের স্বপ্নও দেখছেন। আর এই পোস্টে ট্যাগ করে সলমনকে স্পষ্ট লিখেছেন, এই নায়িকাই হবে ভাইজানের স্ত্রী এবং আমাদের বউদি!