আপনাদের প্রিয় জুটিদের বাস্তবে বয়সের পার্থক্য কত? জানেন কি?

utsha hazra |

Mar 24, 2021 | 7:58 PM

হিন্দি হোক কিংবা বাংলা যে কোনও ধারাবাহিক মুলত নায়ক নায়িকার প্রেমকে কেন্দ্র করেই এগোয়। আর এই ধারাবাহিকের মাধ্যমেই অনেকে দর্শকদের মনে এক অন্য জায়গা করে নেয়। নায়ক নায়িকার রসায়ন তাদের জুটিকে আরও খানিকটা দর্শকদের মনে পাকাপাকি স্থান করে নিতে সাহায্য করে। কিন্তু অনেকেই জানেন না আপনাদের এই প্রিয় জুটিদের বাস্তবে বয়সের বিস্তর ফারাক।

1 / 9
এই মুহুর্তে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'ইমলি'। এখানে অভিনেতা সম্বুল তাকির খান এবং গশমীর মহাজানির রসায়ন নজর কেড়েছে দর্শকদের। কিন্তু অনেকেই হয়তো জানেন না তাঁদের প্রিয় জুটির মধ্যে বয়সের বিস্তর ফারাক। যেখানে নায়ক গশমীর (আদিত্য) ৩৫ সেখানে নায়িকা সম্বুলের(ইমলি) বয়স মাত্র ১৭।

এই মুহুর্তে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'ইমলি'। এখানে অভিনেতা সম্বুল তাকির খান এবং গশমীর মহাজানির রসায়ন নজর কেড়েছে দর্শকদের। কিন্তু অনেকেই হয়তো জানেন না তাঁদের প্রিয় জুটির মধ্যে বয়সের বিস্তর ফারাক। যেখানে নায়ক গশমীর (আদিত্য) ৩৫ সেখানে নায়িকা সম্বুলের(ইমলি) বয়স মাত্র ১৭।

2 / 9
'শ্বশুরাল সিমর কা' এক সময় টেলিভিশনের ভীষণ জনপ্রিয় ধারাবাহিক। অভিকা গর এবং মণীশ রায়সিংহর জুটি দর্শকদের তালিকায় ছিল একদম প্রথম সারিতে। সেই মণীশ ছিলেন তিরিশের কোঠায় অন্যদিকে অভিকা তাঁর টিনএজে।

'শ্বশুরাল সিমর কা' এক সময় টেলিভিশনের ভীষণ জনপ্রিয় ধারাবাহিক। অভিকা গর এবং মণীশ রায়সিংহর জুটি দর্শকদের তালিকায় ছিল একদম প্রথম সারিতে। সেই মণীশ ছিলেন তিরিশের কোঠায় অন্যদিকে অভিকা তাঁর টিনএজে।

3 / 9
'তুঝসে হ্যায় রবতা' ধারাবাহিকের অভিনেত্রী রিম শেখ এবং অভিনেতা শেহবান আজিমের বসয়ের ফারাক শুনলে সত্যিই অবাক হবেন। রিম মাত্র ১৭ আর শেহবান ৩৫।

'তুঝসে হ্যায় রবতা' ধারাবাহিকের অভিনেত্রী রিম শেখ এবং অভিনেতা শেহবান আজিমের বসয়ের ফারাক শুনলে সত্যিই অবাক হবেন। রিম মাত্র ১৭ আর শেহবান ৩৫।

4 / 9
টেলিভিশনে কমেডি ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হিট হল 'ভাভীজি ঘরপে হ্যায়'। সেখানে অনিতা বৌদির চরিত্রে দর্শকরা দেখছেন নেহা পেন্ডসেকে। যিনি ঘটনাচক্রে বিভূতি নারায়ণের স্ত্রী। যে চরিত্রে আসিফ শেখ। তবে এই রিল লাইফ  স্বামী-স্ত্রীর বয়সের প্রচুর পার্থক্য। প্রায় ২০ বছর তো হবেই।

টেলিভিশনে কমেডি ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হিট হল 'ভাভীজি ঘরপে হ্যায়'। সেখানে অনিতা বৌদির চরিত্রে দর্শকরা দেখছেন নেহা পেন্ডসেকে। যিনি ঘটনাচক্রে বিভূতি নারায়ণের স্ত্রী। যে চরিত্রে আসিফ শেখ। তবে এই রিল লাইফ স্বামী-স্ত্রীর বয়সের প্রচুর পার্থক্য। প্রায় ২০ বছর তো হবেই।

5 / 9
'ছোটি সর্দারনি' এমন একটি ধারাবাহিক যেখানে অনস্ক্রিন মেহর আর সরবজিৎ এর জুটি কুড়িয়েছে বিপুল ভালবাসা। কিন্তু এই বাস্তবে তাঁদের প্রায় ১০ বছরের পার্থক্য। মেহর ওরফে নিমৃত এখন ২৬ আর সরবজিৎ ওরফে অভিনেশ এখন ৩৫।

'ছোটি সর্দারনি' এমন একটি ধারাবাহিক যেখানে অনস্ক্রিন মেহর আর সরবজিৎ এর জুটি কুড়িয়েছে বিপুল ভালবাসা। কিন্তু এই বাস্তবে তাঁদের প্রায় ১০ বছরের পার্থক্য। মেহর ওরফে নিমৃত এখন ২৬ আর সরবজিৎ ওরফে অভিনেশ এখন ৩৫।

6 / 9
রিল লাইফে তাদের জুটি তাদের রসায়ন দর্শদের প্রিয় কিন্তু বাস্তবে তাদের বয়সের বিস্তর ফারাক। এই ট্রেন্ড নতুন না। তার আবার ও প্রমাণ মেলে 'দিল সাম্ভাল জা জ্যারা'ধারাবাহিকে। যেখানে স্মৃতি কালরা এবং সঞ্জয় কাপুরের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ২০ বছরেরও বেশী।

রিল লাইফে তাদের জুটি তাদের রসায়ন দর্শদের প্রিয় কিন্তু বাস্তবে তাদের বয়সের বিস্তর ফারাক। এই ট্রেন্ড নতুন না। তার আবার ও প্রমাণ মেলে 'দিল সাম্ভাল জা জ্যারা'ধারাবাহিকে। যেখানে স্মৃতি কালরা এবং সঞ্জয় কাপুরের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ২০ বছরেরও বেশী।

7 / 9
কিছুদিন আগে 'ঝঁসি রাণী' ধারাবাহিকের অভিনেত্রী অনুষ্কা সেন আর অভিনেতা  বিকাশ মানাকতলার রোম্যাল্সে মজেছিল সিরিপ্রেমীরা। জানেন কী বাস্তবে তাঁদের মধ্যে বয়সের ফারাক প্রায় ৩০ বছরের।

কিছুদিন আগে 'ঝঁসি রাণী' ধারাবাহিকের অভিনেত্রী অনুষ্কা সেন আর অভিনেতা বিকাশ মানাকতলার রোম্যাল্সে মজেছিল সিরিপ্রেমীরা। জানেন কী বাস্তবে তাঁদের মধ্যে বয়সের ফারাক প্রায় ৩০ বছরের।

8 / 9
শুধু মাত্র অনস্ক্রিন নয় অফস্ক্রিনেও তাদের মধ্যে বয়সের ফারাক অনেক। 'মলক্কি' ধারাবাহিকের পুরবী ওরফে প্রিয়াল মাত্র ১৯ আর বীরেন্দ্র প্রতাপ সিং ওপফে অমর উপাধ্যায় এখন ৪৪।

শুধু মাত্র অনস্ক্রিন নয় অফস্ক্রিনেও তাদের মধ্যে বয়সের ফারাক অনেক। 'মলক্কি' ধারাবাহিকের পুরবী ওরফে প্রিয়াল মাত্র ১৯ আর বীরেন্দ্র প্রতাপ সিং ওপফে অমর উপাধ্যায় এখন ৪৪।

9 / 9
কোভিডোর কারণে গত বছর তাড়াতাড়ি শেষ করা  হয়েছিল 'পাতিয়ালা বেবিজ'। সেখানে নায়ক সৌরভ এখন ৩৫ আর নায়িকা আশনুর মাত্র ১৬।

কোভিডোর কারণে গত বছর তাড়াতাড়ি শেষ করা হয়েছিল 'পাতিয়ালা বেবিজ'। সেখানে নায়ক সৌরভ এখন ৩৫ আর নায়িকা আশনুর মাত্র ১৬।

Next Photo Gallery