শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন। পাত্রী সোহিনী সরকারও নামজাদা অভিনেত্রী। শোভন পূর্বে যে কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন তা সকলেই জানেন। এঁদের মধ্যে একজন গায়িকা ইমন চক্রবর্তী। ভরপুর প্রেম ছিল তাঁদের একটা সময়। সেই প্রেম আজ না থাকলেও রয়েছে সখ্য। দু’জনের মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ হেন শোভনের বিয়ের রাতে প্রাক্তন প্রেমিকা ইমন এমন এক কাজ করলেন যা নেটিজেনদের একটা বড় অংশের নেহাতই ‘সাধারণ’ বলে মনে হচ্ছে না। দুইয়ে দুইয়ে চার করে তাঁরা পাচ্ছেন অন্য গন্ধ। কমেন্ট বক্সে এসে বলছেন, “বেশ হয়েছে”।
কী হয়েছে? সোমবার রাতে যখন শোভন-সোহিনী আজীবনের জন্য এক হওয়ার স্বপ্ন দেখছেন তখন আচমকাই স্বামী নীলাঞ্জনকে জড়িয়ে ইমন করেছেন এক পোস্ট। ছবির ক্যাপশনে লিখেছেন, “খুব প্রিয় ছবি”। সঙ্গে একগুচ্ছ ভালবাসা। এর পরেই কমেন্টের বর্ষণ। একজন লিখলেন, “আজই এই ছবিটা দিতে হল? যাক গে ভালই হয়েছে। সুখে আছেন। দেখে ভাল লাগছে।” আর একজন আবার শোভনের উপর বেজায় খাপ্পা হয়ে কমেন্ট করেই ফেলেছেন, “বেশ হয়েছে। বেশ লাগছেও আপনাদের। নীলাঞ্জনকেই আপনার সঙ্গে ভাল মানায়।”
কমেন্ট বক্স জুড়ে যুক্তি, তর্ক আর গপ্পো শুরু হলেও শোভন ও ইমনের মধ্যে কোনও বৈরিতা নেই। এমনকি যিশু সেনগুপ্তের যে অনুষ্ঠানে প্রথম শোভন আর সোহিনী কাছাকাছি আসেন, সেই অনুষ্ঠানেও কিন্তু হাজির ছিলেন ইমনই। কার্যত তাঁর চোখের সামনেই শুরু হয়েছিল প্রাক্তনের নতুন শুরু। সেই শুরু আরও এক ধাপ এগোল। তবে প্রাক্তনের বিয়ের রাতে বরের বাহুডোরে ইমনের ওই ছবি কি নিছকই কাকতালীয়? অনেক প্রশ্নই জিইয়ে রাখলেন ইমন চক্রবর্তী।