রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তীর মতো অভিনেতারা একটা সময় পর্দায় দুষ্টু লোকদের ধোলাই করেছেন খুব। দুষ্টু লোকের চরিত্র অধিকাংশ সময়ই সে সময় অভিনয় করছেন দীপঙ্কর দে, দুলাল লাহিড়ীর মতো অভিনেতারা। হিরোর থেকে মার খাওয়ার নিদারুণ অভিজ্ঞতার কথাও নানা জায়গায় তাঁরা শেয়ার করেছেন। সেরকমই একটি টকশোতে এসে অভিনেতা দীপঙ্কর দে ফাঁস করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিকের মার দেওয়ার কাহিনি।
শুটিং চলাকালীন দারুণ মারামারি করতেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর একটা মারও অপরদিকের অভিনেতাকে আঘাত করত না। দীপঙ্কর বলেছেন, “খুব সুন্দর মারের হাত ছিল প্রসেনজিতের। কিন্তু ততধিক ভয়ানক ছিল চিরঞ্জিত এবং রঞ্জিত মল্লিকের ফাইটিং সিন।” উচ্ছ্বসিত হয়ে দীপঙ্কর বলেছিলেন, চিরঞ্জিত এবং রঞ্জিতদার সঙ্গে অভিনয় করার সময় খুবই ভয়ে-ভয়ে থাকতাম আমরা। চিরঞ্জিতের টাইমিং একেবারেই ভাল ছিল না। হঠাৎ করে কখন যে মেরে দেবে বুঝতে পারতাম না। ও তো একবার মেরে দুলাল লাহিড়ীর গোড়ালি ভেঙে দিয়েছিল। আর রঞ্জিতদার কথা বলবেন না, তিনি তো একবার মারতে-মারতে কাহিল করে দিয়েছিলেন।”
৯০-এর দশকে বাংলা সিনেমায় ডামি ব্যবহার করার চলছিল না ততটা। তুলনায় অনেক বেশি বাণিজ্যিক ছবি তৈরি হত সেই সময়। বাংলার বাণিজ্যিক ছবি মানেই তাতে মারামারি থাকবেই। মারামারি উপভোগ করতেন দর্শক। এবং অভিনেতারা নিজেরাই সেই ফাইটিং সিকোয়েন্সে অভিনয় করতেন।