নিক এবং প্রিয়াঙ্কার জীবনে সুখবর, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বামী-স্ত্রী

Mar 11, 2021 | 1:11 PM

অস্কারের মোট ২৩টি বিভাগের মনোনয়নই প্রকাশ্যে আনবেন নিক-প্রিয়াঙ্কা। অ্যাকাডেমির ডিজিটাল মাধ্যমের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তা দেখতে পারবে গোটা বিশ্ব।

নিক এবং প্রিয়াঙ্কার জীবনে সুখবর, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বামী-স্ত্রী
নিক-প্রিয়াঙ্কা।

Follow Us

আর মাত্র চার দিন। এর পরেই অর্থাৎ আগামী ১৫ মার্চ নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া দিতে চলেছেন খুশির খবর। তাঁদের প্রাপ্তির ঝুলিতে জুড়তে চলেছে আরও এক নতুন পালক। এই প্রথমবার অস্কার অর্থাৎ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ করতে চলেছেন ওই সেলেব দম্পতি। বৃহস্পতিবার সে কথাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন প্রিয়াঙ্কা। একই খবর শেয়ার করা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সোশ্যাল পেজ থেকেই।

অস্কারের মোট ২৩টি বিভাগের মনোনয়নই প্রকাশ্যে আনবেন নিক-প্রিয়াঙ্কা। দুই ভাগে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগে নির্বাচিত ব্যক্তিত্ব এবং ছবির নাম। অ্যাকাডেমির ডিজিটাল মাধ্যমের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তা দেখতে পারবে গোটা বিশ্ব। উত্তেজিত প্রিয়াঙ্কাও। মেতেছেন রসিকতায়। খবর শেয়ার করে তিনি লেখেন, “অ্যাকাডেমি, এরকম কি হতে পারে আমি একাই মনোনয়ন ঘোষণা করলাম?” এর পরেই নিককে ট্যাগ করে প্রিয়াঙ্কার মন্তব্য, “মজা করছিলাম নিক। দু’জনে মিলেই আসছি আগামী ১৫ তারিখ। ভীষণ উত্তেজিত।”

 


এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ এপ্রিল। প্যান্ডেমিকের কারণে অন্যান্য বারের তুলনায় অনেকটাই পিছিয়ে গিয়েছে এ বারের অ্যাকাডেমি। অ্যারন সরকিনের ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’, ক্লো জাওয়ের ‘নোম্যাডল্যান্ড’-এর মতো ছবি একের বেশি মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছে।

এক ঝলকে দেখে নিন কোন কোন বিভাগে মনোনয়ন প্রকাশিত হবে–

  • শ্রেষ্ঠ অভিনেতা
  • শ্রেষ্ঠ অভিনেত্রী
  • শ্রেষ্ঠ সহ অভিনেতা
  • শ্রেষ্ঠ সহ অভিনেত্রী
  • কস্টিউম ডিজাইন
  • মিউজিক (অরিজিনাল স্কোর)
  • লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম
  • অ্যানিমেটেড শর্ট ফিল্ম
  • সাউন্ড
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য (অ্যাডপ্টেড)
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য (অরিজিনাল)
  • অ্যানিমেটেড ফিচার ফিল্ম
  • সিনেমাটোগ্রাফি
  • পরিচালনা
  • তথ্যচিত্র (ফিচার)
  • তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট)
  • সম্পাদনা
  • আন্তর্জাতিক ফিচার ফিল্ম
  • মিউজিক (অরিজিনাল)
  • মেকআপ অ্যান্ড হেয়ার
  • শ্রেষ্ঠ ছবি
  • ভিজ্যুয়াল এফেক্টস
  • প্রোডাকশান ডিজাইন
Next Article