এবারের ‘সিঙ্ঘম’ আরও মারকাটারি! জানালেন স্বয়ং অজয় দেবগণ

কিছুদিন আগে অজয় তাঁর পরবর্তী ছবি ‘গোবর’-এর ঘোষণা করেছেন। ছবির পরিচালক সবল শেখাওয়াত।

এবারের 'সিঙ্ঘম' আরও মারকাটারি! জানালেন স্বয়ং অজয় দেবগণ
অজয় দেবগণ।
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 3:20 PM

নতুন ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ক্রাইম-ড্রামা এই সিরিজের নাম, ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’। জিজনি+হটস্টারে স্ট্রিমিং শুরু হতে চলেছে ওয়েব সিরিজটির।

ব্রিটিশ ক্লাসিক ওয়েব শো ‘লুথার’। ভারতীয় ভাবনায় এই ওয়েব শো-এর রিমেক করছেন পরিচালক রাজেশ মাপুস্কর। একজন ডাকসাইটে গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। ঘনিষ্ঠ সূত্রের খবর, অজয়ের স্ক্রিপ্ট ভীষণ পছন্দ হয়েছে এবং সঙ্গে সঙ্গেই সিরিজের জন্য রাজিও হয়ে যান। চরিত্রে অনেক স্তর আছে। ব্রিটিশ ওয়েব সিরিজে এই পুলিশের চরিত্রটিতে অভিনয় করেছিলেন ইদ্রিশ এলবা। স্বাভাবিকভাবে এই চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অজয় দেবগণ। সূত্র আরও জানিয়েছেন অজয়ের বিপরীতে অভিনয় করতে পারেন অভিনেত্রী এলিয়েনা ডি ক্রুজ। প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছে। তবে সিরিজে অজয়ের ফার্স্ট লুকু প্রকাশ্যে এলেও ঠিক কবে থেকে শুটিং শুরু হবে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে গোটা টিম।

আরও পড়ুন শার্টলেস অর্জুন! ছবি পোস্ট করতে না করতে স্ত্রী শ্রীজার কমেন্ট ‘হট বডি’

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

ফার্স্ট লুকের ছবি পোস্ট করে অজয় লেখেন, ‘হটস্টার স্পেসালস-এর এ বছরের ক্রাইম থ্রিলার হটস্টার ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’-এর ঘোষণা করতে পেরে খুশি। এটি একেবারে মারকাটারি হতে চলেছে।’ কালো টিশার্ট তার উপর কালো বোতামখোলা শার্ট পরে হাঁটছেন অজয়। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ব্রিজ। তার রংও কালো। ব্ল্যাক যে গোটা সিরিজে তাৎপর্য বহন করছে তা প্রথম লুক দেখে পরিষ্কার হয়ে গিয়েছে।

কিছুদিন আগে অজয় তাঁর পরবর্তী ছবি ‘গোবর’-এর ঘোষণা করেছেন। ছবির পরিচালক সবল শেখাওয়াত। অভিনয়ে তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মেলাবেন সিদ্ধার্থ রায় কাপুর। ‘আরআরআর’ এবং আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে ‘সিঙ্ঘম’-কে।