Aditya-Ananya: হ্যাঁ প্রেমই করছেন আদিত্য-অনন্যা, দু’জনের বয়সের ফারাক শুনেছেন?
Aditya-Ananya: জল্পনা ছিলই, প্রমাণও মিলেছিল এক প্রকার। অবশেষে অনন্যা পান্ডে করণ জোহরের রিয়ালিটি শো-য়ে এসে নিজেই বলে দিলেন সবটা। বলেই দিলেন আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রয়েছেন তিনি। না প্রত্যক্ষ ভাবে না বললেও সঞ্চালক যখন করণ জোহর, তখন যে চাইলেও এড়ানো যায় না কিছুই সে প্রমাণ তো আগেই মিলেছে বহুবার।
জল্পনা ছিলই, প্রমাণও মিলেছিল এক প্রকার। অবশেষে অনন্যা পান্ডে করণ জোহরের রিয়ালিটি শো-য়ে এসে নিজেই বলে দিলেন সবটা। বলেই দিলেন আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রয়েছেন তিনি। না প্রত্যক্ষ ভাবে না বললেও সঞ্চালক যখন করণ জোহর, তখন যে চাইলেও এড়ানো যায় না কিছুই সে প্রমাণ তো আগেই মিলেছে বহুবার। অনন্যার থেকে কথা ঠিক বের করে নিলেন পরিচালক। অনন্যা কী বলেছেন তা জানান আগে দু’জনের বয়সের ফারাকটা জানেন তো?
আদিত্যের থেকে ঠিক কত বছরের ছোট অনন্যা জানেন? ১৯৯৮ সালের ৩০ অক্টোবর জন্ম নেন অনন্যা পান্ডে। এই মাস খানেক আগে ২৫ হয়েছে তাঁর। ওদিকে আদিত্যের জন্ম ১৯৮৫ সালের ১৬ নভেম্বর। রাত পোহালেই ৩৮ হবে তাঁর। অনন্যার থেকে প্রায় ১৩ বছরের বড় আদিত্য। তাতে কী? প্রেমের কাছে বয়স যে এক সংখ্যা ছাড়া কিছুই নয়। আদিত্য প্রসঙ্গে করণের শো-য়ে অনন্যা বলেন, “কিছু জিনিস ব্যক্তিগত। তাদের ব্যক্তিগতই রাখা উচিৎ। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে বলতে চাই। কিন্তু কেউই সেটা বলছে না।” করণ ছাড়েননি, বারংবার অনন্যাকে জিজ্ঞাসা করতে থাকেন আদিত্যের সঙ্গে তিনি প্রেম করছেন কিনা অনন্যা বলেন, “আমরা বেস্ট ফ্রেন্ড। আর ভালবাসা তো বন্ধুত্বই।” ব্যস, শিলমোহর অস্ফুটেই দিয়ে দিয়েছেন তিনি। আর একই সঙ্গে শেষ হয়েছে সব জল্পনারও। এর আগেও বহুবার নানা সম্পর্কে জড়িয়েছেন আদিত্য ও অনন্যা। তবে কোনও সম্পর্কই বেশি দিন টেকেনি। এই সম্পর্কের দৌড় হবে কতটা, এখন সেটাই দেখার।
View this post on Instagram