New Series: বলিউডে এবার শাশ্বত-যিশু জুটি, পরিচালনায় সুস্মিতা সেনের ওয়েব সিরিজের নির্মাতারা?

Sucharita De | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 04, 2023 | 9:15 PM

Bollywood Scoop: বাঙালি স্টারেরা বরাবরই মুম্বইয়ে রাজত্ব করেছে। সেই গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ... অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী... সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা।

New Series: বলিউডে এবার শাশ্বত-যিশু জুটি, পরিচালনায় সুস্মিতা সেনের ওয়েব সিরিজের নির্মাতারা?

Follow Us

বাঙালি স্টারেরা বরাবরই মুম্বইয়ে রাজত্ব করেছে। সেই গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ… অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী… সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা। অভিনয়, পরিচালনা, সঙ্গীত পরিচালনা থেকে গায়ক-গায়িকা… বলিউডে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বাঙালি শিল্পীরা। সেই ধারা অব্যাহত রেখেই নতুন প্রজন্মের বাঙালি তারকারা পা জমাচ্ছেন বলিউডে এই তালিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর থেকে টোটা রায়চৌধুরীর মতো অভিনেতারা।

এদের মধ্যে অবশ্যই কলকাতা থেকে বেশি বলিউডে সবচেয়ে বেশি কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। প্রসঙ্গত, বলিউডি ছবি ‘কাহানি’ (পরিচালক: সুজয় ঘোষ)-তে বব বিশ্বাসের চরিত্রে অভিনয়ের পরই তাঁর একপ্রকার ‘পুনরাবিষ্কার’ হয়েছিল বলে মনে করেন খোদ শাশ্বতই। শুধু তাই-ই নয়, বব বিশ্বাসের চরিত্রটি না পেলে টলিউডও তাঁকে সেভাবে ব্যবহার করত না বলে অভিমানও ব্যক্ত করেছেন শাশ্বত।

সম্প্রতি বলিউডের অন্দরের খবর, খুব শীঘ্রই এই শাশ্বত ও যিশুকে দেখা যাবে একটি হিন্দি ভাষার ছবিতে। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এই ছবির প্রেক্ষাপটে রয়েছে তাঁদেরই প্রিয় শহর কলকাতা। কলকাতা-সহ শহরতলির বিভিন্ন এলাকা জুড়ে চলবে এই ছবির শুটিংয়ের কাজ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে সম্প্রতি মুক্তি পাওয়া ‘তালি’ ওয়েব সিরিজের ক্রিয়েটররাই এই ছবির দায়িত্বে। প্রসঙ্গত, শাশ্বত চট্টোপাধ্যায় বলিউডের পরিচালকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ‘নাইট ম্যানেজার’, ‘দোবারা’, ‘টুথ পরি’তে তাঁকে পছন্দ করেছে দর্শক। বাংলায় ‘আবার প্রলয়’ সিরিজে অ্যাকশন করেও সম্প্রতি তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত।

অন্য দিকে, যিশু সেনগুপ্ত বহুদিন আগে থেকেই বলিউড থেকে দক্ষিণী ছবিতে কাজ করছেন। সম্প্রতি ‘দ্যা ট্রায়াল’ সিরিজে তাঁর অভিনয় দর্শকদের মনে ধরেছে। এর আগে ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘স্কাই ফায়ার’, ‘মারামারি’, ‘দুর্গামতি’, ‘শকুন্তলা দেবী’র মতো ছবি ও সিরিজে কাজ করে প্রশংসিত হয়েছেন যিশু। বলিউডের তাবড় নায়িকার বিপরীতে কাজ করছেন টলিউডের ‘এক যে ছিল রাজা’। যেমন দীপিকা পাডুকন, কঙ্গনা রাওয়াত, রানি মুখোপাধ্যায় প্রমুখ। শাশ্বত আর যিশু… দুই অভিনেতা বলিউডের যে সব চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রগুলি অবশ্য শুধুই বাঙালি চরিত্র নয়, নানা রঙের চরিত্রেই তাঁরা সফল।
এই দুই বাঙালি অভিনেতা দর্শকদের ভালবাসা পেয়েছেন, প্যান ইন্ডিয়া ছবি, ওয়েব সিরিজেও নিজেদের অডিয়েন্স তৈরি করতে সক্ষম হয়েছেন। এবার তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন নতুন হিন্দি প্রজেক্টে। নতুন চরিত্রে এই দুই অভিনেতার অভিনয় দেখার জন্য নিঃসন্দেহেই আশায় থাকবে বাঙালি দর্শক।

Next Article