Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koffee With Karan: শত অপমান সহ্য করেও কফি উইথ করণে পা রেখেছেন যে সেলেবরা

karan Johar: বর্তমান সিজ়নে এই মর্মেই করণ জোহরকে একাধিক কুমন্তব্যের শিকার হতে হয়। ঠিক কীভাবে তিনি পরিস্থিতির সামাল দেবেন বুঝে উঠতে না পেড়ে নিজেই প্রশ্ন করে বসেন এতোই অপছন্দের শো তবে দেখেন কেন!

Koffee With Karan: শত অপমান সহ্য করেও কফি উইথ করণে পা রেখেছেন যে সেলেবরা
মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সহ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 8:24 AM

কফি উইথ করণ, প্রথম থেকেই বেশ বিতর্কিত শো। এই শো ঘিরে দর্শকদের মনে একাধিক প্রশ্ন বর্তমান। কী কেন, কী জন্য! করণের প্রতিটা বিষয় নিয়ে প্রশ্ন তোলাটাই খুব স্বাভাবিক ছবি হয়ে গিয়েছে বিটাউনের অন্তর মহলে। তবুও কিছু কিছু সেলেবদের আসা চাই। খোদ দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া একবার বলেছিলেন, কেন করণ জোহর আমাদের যৌন জীবন নিয়ে এতো উৎসাহী। কেন এই ধরণের প্রশ্নের মুখে পড়তে হয় বারে বারে, অথচ তাঁরা এই শো থেকে ডাক পেলেই হাজির হয়ে যান।

বর্তমান সিজ়নে এই মর্মেই করণ জোহরকে একাধিক কুমন্তব্যের শিকার হতে হয়। ঠিক কীভাবে তিনি পরিস্থিতির সামাল দেবেন বুঝে উঠতে না পেড়ে নিজেই প্রশ্ন করে বসেন এতোই অপছন্দের শো তবে দেখেন কেন! কাজল যখন অজয় দেবগণের সঙ্গে কামব্যাক করলেন, তখনও গিয়েচিলেন করণের শো-তে। সেখানেই তাঁকে শুনতে হয় তিনি বুড়ি হয়ে গিয়েছেন। এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা কেন বিয়েতে নিমন্ত্রণ করেননি, তা নিয়েও বারে বারে কথা শোনাতে শুরু করতে দেখা যায় করণ জোহরকে। চলতি সিজ়নে একই ছবি দেখা যায় ভিকি কৌশলের ক্ষেত্রে। ভিকিকেও একাধিকবার প্রশ্নের মুখোমুখি হতে হয়, যে করণ বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন এই নিমন্ত্রণ না পেয়ে।

সামান্থা প্রভুর ক্ষেত্রেও ছবিটা একই করে রেখেছিলেন করণ জোহর। তাঁর কাছে স্পষ্ট ছিল বিষয়টা, সামান্থার সঙ্গে নাগার বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তিনি সেই সূত্রে নাগাকে সামান্থার স্বামী বলায় সামান্থা তাঁকে আটকে দিয়ে পাল্টা মনে করিয়ে দেন এটা সত্যি নয়। কারণ তাঁর ও নাগার মধ্যে সম্পর্ক ছিল অতীতে। তার সত্ত্বেও সেলেবদের এই শো-তে আসা চাই। অন্তত সোনম কাপুর থেকে আলিয়া ভাটদের এমনটাই মতামত।