‘মৌচাক’-এ পড়েছে ঢিল! লটারির টিকিট কোমরে গুঁজে আসছেন মনামী

চলতি বছরে মার্চ মাসে তৃতীয় বছরে পা দিল বাংলার সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম।

'মৌচাক'-এ পড়েছে ঢিল! লটারির টিকিট কোমরে গুঁজে আসছেন মনামী
মনামী।
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 5:50 PM

এক-দুই-তিন বউদি পেরিয়ে এবার এল চতুর্থ বউদিতে সারা দেবে দুপুর ঠাকুরপোরা। স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিসা, ফ্লোরা সাইনি পেরিয়ে ‘হইচই’ প্ল্যাটফর্মে উঁকি মারতে চলেছেন নতুন বউদি। তে ইনি যে সে বউদি নন। নাচ জানেন, জানেন অভিনয়। রিয়েলিটি শোয়ের বিচারকও তিনি। তিনি আর কেউ নন তিনি অভিনেত্রী মনামী ঘোষ। ‘হইচই’ প্রযোজিত নতুন সিরিজটির নাম ‘মৌচাক’। সিরিজে মনামীর ফার্স্ট লুক প্রকাশিত হল আজ। পোস্টারে লেখা ‘মৌ বউদি আসছে’।

 

আরও পড়ুন শেরনি খুঁজছেন বিদ্যা, হাতে বন্দুক, ‘সাহসী হও’ অভিনেত্রীর আবেদন

 

 

গোলাপি শাড়ি। তুঁতে রঙ্গের ব্লাউজ। কোমরে চাবির গাছা। হাতে পরে রয়েছেন শাঁখা-পলা চুড়ি। যদিও মুখ দেখাননি মৌ বউদি। ক্যাপশনে লেখা, ‘মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা রেডি তো?’

 

চলতি বছরে মার্চ মাসে তৃতীয় বছরে পা দিল বাংলার সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। বিগত কয়েক বছর ধরে ‘দুপুর ঠাকুরপো’, ‘কার্টুন’, ‘চরিত্রহীন’, ‘মন্টু পাইলট’, ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’, ‘দময়ন্তী’, ‘হ্যালো’, ‘মিস ম্যাচ’, ‘বন্য প্রেমের গল্প’, ‘তাসের ঘর’, ‘পাঁচ ফোড়ন’-এর মতো কন্টেন্ট দর্শকে উপহার দিয়েছে ‘হইচই’। এক ঝাঁক নতুন তরুণ মুখ ও ট্যালেন্টের সঙ্গেও পরিচয় করিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। চলতি বছর স্ট্রিমিং জায়ান্টটি পর্দায় নিয়ে আসছে ১৮-এরও বেশি নতুন গল্প। তখনই সিরিজের ঘোষণা হয়ে গিয়েছিল। তবে ঠিক কবে থেকে স্ট্রিমিং শুরু হতে পারে ‘মৌচাক’, সে বিষয়ে কোনও ঘোষণা আপাতত হয়নি।