Duologue with Barun Das: লঞ্চ করল ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’, বিখ্যাতদের সঙ্গে সেরিব্রাল আলোচনায় TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও
TV9 Network's MD & CEO Barun Das: সম্প্রতি নিউজ় ৯ প্লাসে লঞ্চ করেছে তাঁর ওটিটি সিরিজ় - 'ডুয়োলগ উইথ বরুণ দাস'।
তাঁর নতুন শো-এ ইউকে-র প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ‘লাইগার’ ছবির নায়ক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সেরিব্রাল আলোচনায় মাতলেন TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। সম্প্রতি নিউজ় ৯ প্লাসে লঞ্চ করেছে তাঁর ওটিটি সিরিজ় – ‘ডুয়োলগ উইথ বরুণ দাস‘।
শো-এর প্রথম এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন বিজয় দেবেরাকোন্ডা। পরবর্তী অতিথির নাম ডেভিড ক্যামেরন। কেন ডুয়োলগের মতো একটি ওটিটি সিরিজ় নিয়ে এলেন বরুণ? এ বিষয়ে তিনি বলেছেন, “কিংবদন্তি ও আগামীর কিংবদন্তিদের সঙ্গে সেরিব্রাম আলাপচারিতা করা হবে। সেটাই ডুয়োলগের প্রধান বৈশিষ্ট্য। দু’জনেই কথা বলবেন এবং একে-অপরকে প্রশ্ন করবেন। এভাবেই আলাপচারিতার মাধ্যমে আইডিয়া আদানপ্রদান করতে সক্ষম হব আমরা। আমি এটাও বিশ্বাস করি ‘সেনসেশনালিজ়ম’-এর পৃথিবীতে দীর্ঘস্থায়ী এবং অর্থবহ কথোপকথনের জন্য়ও জায়গা রয়েছে।”
TV9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস এও বলেছেন, “ভারতের উন্নতি, আইডিয়ার আদানপ্রদানের জন্য আমাকে এই ভূমিকা নিতে হয়েছে।” নিউজ় ৯ প্লাসের সম্পাদক সন্দীপ উন্নিথন বলেছেন, “প্রচলিত ধ্যানধারণার বিজ়নেস লিডার নন বরুণ। পেশাদার উপস্থাপকও নন তিনি। সিইও হিসেবে চিরকালই বেশি মাত্রায় পারফর্ম করেছেন। বরুণ জানেন কীভাবে উর্বর মস্তিষ্ক সম্মন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হয়।”
প্রথম সিজ়নের ৪টি ছোট্ট এপিসোডে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কেবল বলিউডে তেলুগু ছবির উত্থান নিয়ে কথা বলেননি বরুণ, তাঁরা আলোচনা করেছেন জীবন ও সময় নিয়েও।
“চমকপ্রদ এবং কৌতূহলী। ডুয়োলগ নতুন ভাষা তৈরি করল। নতুন দিশা দেখালো,” এপিসোড দেখে বলেছেন বর্ষীয়ান মিডিয়া পার্সোন্যালিটি এবং দ্য লিনাস অ্যাডভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সুনীল লুল্লা।
আরও এক বিশিষ্ট ব্যক্তি প্রশংসা করেছে ডুয়োলগের। তিনি ফ্লোরিডার বাসিন্দা, ‘সিয়া লাভ’-এর প্রতিষ্ঠাতা এবং ‘চোপড়া ফাইন্ডেশন’-এর সিইও পুন্নাচা মাচাইয়া। তিনি বলেছেন, “এপিসোড দারুণ লেগেছে। সেখানে বরুণ দারুণ। তাঁকে খুবই স্বাভাবিক লেগেছে। এই ধরনের বিষয়বস্তু নতুন দরজা খুলে দেয় বলে মনে করি।”