AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saurav Das: ভাইরাল ভিডিয়ো, জুটেছিল ‘ধর্ষক’ তকমা, বোনকে নিয়ে অকপট ‘মন্টু’

Saurav Das: ২২ জানুয়ারি ২০২১, এক ভাইরাল ভিডিয়োয় উথালপাথাল হয়ে গিয়েছিল অভিনেতা সৌরভ দাসের জীবন। বোনের সঙ্গে তাঁর 'মুহূর্ত' ভাল লাগেনি সাধারণের। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'হ্যাজ' থেকে শুরু করে বিভিন্ন মহলের তারকাও মুখ খুলেছিলেন সৌরভ দাসের বিরুদ্ধে।

Saurav Das: ভাইরাল ভিডিয়ো, জুটেছিল 'ধর্ষক' তকমা, বোনকে নিয়ে অকপট 'মন্টু'
বোনকে নিয়ে অকপট সৌরভ
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 2:25 PM
Share

২২ জানুয়ারি ২০২১, এক ভাইরাল ভিডিয়োয় উথালপাথাল হয়ে গিয়েছিল অভিনেতা সৌরভ দাসের জীবন। বোনের সঙ্গে তাঁর ‘মুহূর্ত’ ভাল লাগেনি সাধারণের। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাজ’ থেকে শুরু করে বিভিন্ন মহলের তারকাও মুখ খুলেছিলেন সৌরভ দাসের বিরুদ্ধে। সৌরভের সেই ভিডিয়োর সত্যতা কী বা কতটা তা যাচাই করেনি টিভিনাইন বাংলা। তবে বোন তাঁর কাছে কতটা সে প্রমাণ নিজেই দিলেন সৌরভ।

কিছু দিন আগেই বিয়ে করেছেন সৌরভ। এই গোটা অনুষ্ঠানেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁর আদরের বোন কে। বৌদি দর্শনার এন্ট্রির সময় জমিয়ে নাচ থেকে শুরু করে গায়ে হলুদ– সবেতেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। গায়ে হলুদের দিন এক বড় দায়িত্বও পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। সৌরভের কথায়, “ফুল ছিঁড়ে ছিঁড়ে সিনেমার ফ্রেমের মতো সবটা সাজিয়েছিল। বনি আমার বেঁচে থাকার অস্তিত্ব।” বিয়ের অনেক দায়িত্ব নিজের হাতে পালন করেছেন তাঁর আদরের বনি। আপ্যায়নেও ত্রুটি রাখেনি।

বোনের সঙ্গে বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রথম টিভিনাইন বাংলার কাছেই মুখ খুলেছিলেন সৌরভ। তিনি বলেছিলেন, “আমি অভিনেতা ক্যামেরা কখন চলে আর কখন চলে না তা আমি জানি। এতদিন চুপ ছিলাম, আজ বলছি, সত্যি যদি আমার বোনের সঙ্গে আপনাদের ভাষায় নোংরামি করার বাসনা হত ক্যামেরা চালিয়ে রাখতে বলতাম আমি! আর অপেক্ষা করতাম কখন সেটা ভাইরাল হবে…আর লোকে নোংরা কথা বলবে? ভাবুন। একটু ভেবে দেখবেন।” দিন গিয়েছে, বছর গিয়েছে, শান্ত হয়েছে চারপাশ। তবু আজও সেই কথা টেনে এনে চলে সমালোচনা। সৌরভ যদিও এগিয়ে গিয়েছেন জীবনে। পাশে পেয়েছেন সদ্য বিবাহিতা স্ত্রী দর্শনা বণিককে।