AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Urfi Javed: একহাতে ঢেকে রাখা উন্মুক্ত স্তন, অন্যহাতে খাচ্ছেন লাড্ডু; এটাই উরফির দীপাবলি

Diwali: এবারের দিপাবলীতে এটাই উরফির ফ্যাশন। কুপোকাত অভিনেত্রীর ভক্তরা।

Urfi Javed: একহাতে ঢেকে রাখা উন্মুক্ত স্তন, অন্যহাতে খাচ্ছেন লাড্ডু; এটাই উরফির দীপাবলি
উরফি জাভেদ- একটা সময় চরম ট্রোল সহ্য করতে পারতেন না উরফি জাভেদ। তিনি স্থির করেছিলেন, জীবন শেষ করে দেবেন। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তাঁর। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন তিনি একটা সময়ের পর।
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 2:03 PM
Share

নিজেকে নিয়ে, নিজের পোশাক নিয়ে এবং নিজের শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করতে সদাই ব্যস্ত থাকেন উরফি জাভেদ। খুব অল্পদিনের মধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি ব্যতিক্রমী। এবং নিজেকে অন্যদের থেকে আলাদা করার খেলায় উরফির হাতিয়ার পোশাক। নিত্যদিন অদ্ভুত সব পোশাক পরে বেরিয়ে পরেন অভিনেত্রী। সে সবই আমাদের নজর এড়ায়নি। ফলে এবারের দিপাবলীতে উরফি নতুন কিছু করবেন না, তা হতেই পারে না।

একটি ধূসর রঙের গোল টেবিলে সাজানো প্রদীপ। পাশে রাখা লাল সোফায় বসে উরফি। মেরুন রঙের স্কার্ট পরেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর বক্ষযুগল উন্মুক্ত। এক হাতে স্তন চেপে ধরে রেখেছেন। খোলা চুল একপাশে। অন্য হাতে একটি বিরাট বড় আকারের লাড্ডু, আর তাতেই বসাচ্ছেন কামড়।

একদিকে লাস্য। অন্যদিকে অভিনবত্ব। উরফির পোশাক বাছাইয়ের কারণে অতীতে অনেকবারই ট্রোলড হয়েছেন তিনি। কেউ বলেন, তাঁর সাহস আছে। কেউ বলেন, তিনি ‘ফালতু’। কিন্তু তাতে কী! নিন্দায় মোটেই কর্ণপাত করেন না অভিনেত্রী। যত তাঁকে নিয়ে ট্রোলিং হয়, ততই বাড়ে উরফির সাহস।

গত বছর বিগ বস ওটিটিতে অংশ গ্রহণ করেছিলেন উরফি। তার আগে তিনি অভিনয় করেছিলেন একাধিক হিন্দি সিরিয়ালে। বিগ বসে অংশ নেওয়ার পরই আলোচনার কেন্দ্রে চলে আসে উরফির পোশাক-পরিচ্ছদ এবং ফ্যাশন।

কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, একটি ওয়েব সিরিজ়ে তাঁকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার জন্য জোর করা হয়। তিনি নাকচ করে দিয়েছিলেন যদিও। সেই কারণে নাকি তাঁর বাড়িতে দুষ্কৃতি পাঠিয়েছিল সেই প্রযোজক। তেমনটাই দাবি করেছিলেন উরফি।