Shah Rukh Khan: ‘ডানকি’র আগে শাহরুখের আরও এক ছবি মুক্তি? সুহানাকে ঘিরে জল্পনা তুঙ্গে

Suhana Khan: বড় পর্দায় না ওটিটি-তে, কী সেই ছবি জানেন? দ্য আর্চিজ। ঠিকই পড়েছেন, অর্থাৎ মেয়ে সুহানা খানের প্রথম ছবিতে নাকি ক্যামিও করেছেন শাহরুখ খান। যদিও এই খবর এখনও নাকি পর্যন্ত চাপাই রাখা হয়েছে। ফলে নিশ্চিত কিছু বলা না গেলেও বলিউডে কান পাতলা এখন এই নিয়ে চর্চা তুঙ্গে।

Shah Rukh Khan: 'ডানকি'র আগে শাহরুখের আরও এক ছবি মুক্তি? সুহানাকে ঘিরে জল্পনা তুঙ্গে
রীতিমত লড়াই করতে হচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। পাশাপাশি কেরিয়ার শুরুর দিকে খুশি কাপুর, এমন অবস্থায় সুহানাকেও যে কমন বেগ পেতে হবে না, তা অনুমান করাই যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 1:26 PM

মেয়ের প্রথম, আর কাজ বলে কথা বাবা হয়ে পাশে থাকবেন না? তা কি হয়? ছেলের প্রথম বিজ্ঞাপন শুটে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। আবার সুহানা খানের প্রথম কাজ অর্থাৎ নাকি তাঁর পাশে থাকতে চলেছেন কিং খান। চলতি বছর শাহরুখ খানের তিন ছবির মুক্তি, ইতিমধ্যেই সুপারহিটের তালিকায় জায়গা করে নিয়েছি পাঠান, জওয়ান, এবার ডানকির পালা। তবে তারই মাঝে নাকি আরও একটি ছবির মুক্তির সম্ভাবনা রয়ে গিয়েছে শাহরুখ খানের। আর তা বড় পর্দায় না ওটিটি-তে, কী সেই ছবি জানেন? দ্য আর্চিজ। ঠিকই পড়েছেন, অর্থাৎ মেয়ে সুহানা খানের প্রথম ছবিতে নাকি ক্যামিও করেছেন শাহরুখ খান। যদিও এই খবর এখনও নাকি পর্যন্ত চাপাই রাখা হয়েছে। ফলে নিশ্চিত কিছু বলা না গেলেও বলিউডে কান পাতলা এখন এই নিয়ে চর্চা তুঙ্গে।

৭ই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সুহানা খান, খুশি কাপুর অগস্ত্য  নন্দীর প্রথম সিরিজ দা আর্চিজ। বহুদিন ধরে জোয়া আখতার এই ছবি নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তার ট্রেলার, তার গান। সবটাই ভীষণ আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন দর্শকেরা। প্রশংসা করেছেন তিনিও। তবে এখানেই শেষ নয়, বলিউড সূত্রে রয়েছে একগুচ্ছ খবর, ইতিমধ্যেই নাকি সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খান ও সুহানা খান ছবি করার প্রস্তাব দিয়েছেন। আবার শোনা যাচ্ছে করণ জোহারের সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত হতে চলেছেন সুহানা খান। ফলে বলিউডে এখন একগুচ্ছ কাজের অফার সুহানা খানের ঝুলিতে। এখন দেখার প্রথম ছবিতে অভিনয়ের কিং, শাহরুখ খানের কন্যা কতটা দর্শকদের মন ছুঁতে পারে। এখন ছবি প্রচারই ব্যস্ত গোটা টিম। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজ।