‘রাম তেরি গঙ্গা মইলি’তে বিশেষ কারণে অভিনয় করেননি পদ্মিণী!

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 28, 2021 | 10:08 PM

পদ্মিণী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির অফার তাঁর কাছে ছিল। কিন্তু তিনি সেটা করতে পারেননি। তাঁর জায়গায় অভিনয় করেন মন্দাকিনী।

‘রাম তেরি গঙ্গা মইলি’তে বিশেষ কারণে অভিনয় করেননি পদ্মিণী!
ছবির দৃশ্যে মন্দাকিনী (বাঁদিকে), পদ্মিণী (ডানদিকে)।

Follow Us

পদ্মিণী কোলহাপুরি (Padmini Kolhapure)। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডে (bollywood)। কিন্তু কিছু ছবি দেখে বাদ পড়তে হয়েছিল তাঁকে। না! কাস্টিং কাউচের কারণে শিল্পীদের ছবি থেকে বাদ পড়ার ঘটনা শোনা যায়। কেউ বা নেপোটিজমের অভিযোগ করেন। কিন্তু এ সব কিছু নয়। পদ্মিণী বাদ পড়েছিলেন ভিন্ন কারণে। অনেক ছবি নিয়ে আফসোস না থাকলেও, একটি বিশেষ ছবি করতে না পারার জন্য আজও নাকি খারাপ লাগে তাঁর! কী সেই ছবি?

পদ্মিণী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির অফার তাঁর কাছে ছিল। কিন্তু তিনি সেটা করতে পারেননি। তাঁর জায়গায় অভিনয় করেন মন্দাকিনী। রাজীব কাপুরের সঙ্গে তাঁর জুটি বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। কিন্তু কী কারণে এই ছবিতে পদ্মিণীর অভিনয় করা হল না?

আরও পড়ুন, প্রকাশ্যে নয়, সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করলেন সৌরভ?

পদ্মিণী জানিয়েছেন, ওই ছবিতে রাজীবকে চুমু খাওয়ার দৃশ্যে তাঁকে অভিনয় করতে হত। যা নিয়ে তাঁর অস্বস্তি ছিল। তাঁর কথায়, “রাজজি আমার অসুবিধের কথা জানতেন। এমন একটা ছবির অংশ না হতে পারার জন্য খারা লাগে আজও। ‘সিলসিলা’য় রেখার চরিত্র, ‘এক দুজে কে লিয়ে’-তে রতি অগ্নিহোত্রীর চরিত্র, ‘তৌফা’-য় শ্রীদেবীর চরিত্রের অফার পেয়েও করতে পারিনি। কিন্তু রাজজির ছবির জন্য আমার আজও খারাপ লাগে।”

যদিও মন্দাকিনীর কাজের প্রশংসা করেছেন পদ্মিণী। তিনি জানান, অফার পাওয়া সব ছবি কোনও অভিনেত্রীই করে উঠতে পারেন না। কিন্তু কোনও কোনও ছবির জন্য খারাপ লাগা থেকে যায় আজীবন।

Next Article