AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পাকিস্তান জিন্দাবাদ, দেখে নেব তোমাদের!’, অপারেশন সিঁদুরের বিরুদ্ধে গর্জে উঠলেন ফাওয়াদ, মাহিরা, হানিয়া

অন্যদিকে ফাওয়াদ খানের নতুন ছবি আবির গুলালের মুক্তিও আটকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মাঝে পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিঁদুর।

'পাকিস্তান জিন্দাবাদ, দেখে নেব তোমাদের!',  অপারেশন সিঁদুরের বিরুদ্ধে গর্জে উঠলেন ফাওয়াদ, মাহিরা, হানিয়া
Follow Us:
| Updated on: May 07, 2025 | 3:06 PM

পহেলগাঁও হামলার প্রতিবাদে মুখ খুলেছিলেন জনপ্রিয় দুই পাক অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। তবুও ভারতের নিষেধাজ্ঞার কবলে পড়ে নিষিদ্ধ হয়েছে তাঁদের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট ও ভারতে আসা-যাওয়া। অন্যদিকে ফাওয়াদ খানের নতুন ছবি আবির গুলালের মুক্তিও আটকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মাঝে পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিঁদুর। এদিকে ভারতের আপামর জনতার মধ্যে পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব উচ্ছ্বাস এনে দিয়েছে, তো অন্যদিকে পাক তারকারা এই অপারেশন সিঁদুরকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে বর্ণনা করছেন। সোশাল মিডিয়ায় ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই যোগ্য জবাবকে।

অভিনেত্রী হানিয়া আমির লিখলেন, কোনও শব্দ খুঁজে পাচ্ছি না এই ধরনের ঘটনাকে নিয়ে কিছু বলার। যন্ত্রণা হচ্ছে, একটা শিশুর মৃত্যু হয়েছে, পরিবার শেষ হয়ে গিয়েছে। এভাবে দেশের সুরক্ষা দেওয়া যায় না। নিরীহ মানুষের উপর মিসাইল ছুঁড়ে, এ কেমন কৌশল! এটা লজ্জাজনক, কাপুরুষের মতো আচরণ। আমরা দেখে নিচ্ছি তোমাদের। অন্যদিকে মাহিরা লিখলেন, এই আক্রমণ কাপুরুষোচিত। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক। সুবুদ্ধি যেন ফেরে সবার।

ফাওয়াদ খান ও হানিয়া আমিরের সোশাল মিডিয়া পোস্ট।

সোশাল মিডিয়ায় ফাওয়াদ উঠলেন গর্জে। ‘কাপুর অ্যান্ড সন খ্যাত’ অভিনেতা ফাওয়াদ লেখেন, বন্ধ হোক এই হিংসা। আগুনের উপর আর বারুদ ফেলবেন না। এই যুদ্ধে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। সুস্থ হোক পরিবেশ। পাকিস্তান জিন্দাবাদ।