পহেলগাঁও হামলার জের, পাক তারকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের

পহেলগাঁও সন্ত্রাসের জেরে একাধিক পাকিস্তানি অভিনেতা ও অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হল। যার মধ্য়ে রয়েছেন, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর, হানিয়া আমিরের মতো জনপ্রিয় তারকারা।

পহেলগাঁও হামলার জের, পাক তারকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের
Image Credit source: Social Media

|

May 01, 2025 | 1:27 PM

পহেলগাঁও হামলার জেরে এবার পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারত। আগেই বলিউডের ফিল্ম সংগঠনগুলোর তরফে পাক তারকাদের চিরতরে ভারতীয় বিনোদুনিয়ায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার পাক তারকাদের বিরুদ্ধে আরও কড়া হল ভারত। পহেলগাঁও সন্ত্রাসের জেরে একাধিক পাকিস্তানি অভিনেতা ও অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হল। যার মধ্য়ে রয়েছেন, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর, হানিয়া আমিরের মতো জনপ্রিয় তারকারা।

সোশাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবের হাত ধরে পাকিস্তানের এই অভিনেতারা খুবই জনপ্রিয় এদেশে। ফাওয়াদ খান, মাহিরা খান এবং আলি জাফর তো বলিউড ছবিতে অভিনয়ও করেছেন। এমনকী, বহু বছর পর ভারতীয় ছবি আবির গুলাল-এ দেখা যেত ফাওয়াদ খান। যা ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে।