মাত্র ৩৪ বছরেই হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ অভিনেতা, হাসপাতালের বিছানায় শুয়ে কী লিখলেন আসিফ?

সোশাল মিডিয়ায় আসিফ হাসপাতালের ছাদের ছবি পোস্ট করেছেন। আর সেই ছবির ক্যাপশনেই অভিনেতা লিখলেন, ৩৬ ঘণ্টা ধরে এই ছাদের দিকেই তাকিয়ে রয়েছি।

মাত্র ৩৪ বছরেই হৃদরোগে আক্রান্ত পঞ্চায়েত অভিনেতা, হাসপাতালের বিছানায় শুয়ে কী লিখলেন আসিফ?

|

Jul 15, 2025 | 6:45 PM

অভিনেতা আসিফ খান। পাতাললোক, মির্জাপুর দৌলতে আসিফ এখন সবার মুঠোফোনে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে পঞ্চায়েত সিরিজে দামাদজি চরিত্রে। তবে শুধুই সিরিজ নয়, বলিউডের পর্দারও জনপ্রিয় মুখ তিনি। ৩৪ বছর বয়সের সেই আসিফই গত রবিবার হৃদরোগে আক্রান্ত হন। এই মুহূর্তে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। তবে সূত্রের খবর আসিফের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আসিফ হাসপাতালের বিছানাতে শুয়েই মৃত্যুকে খুব কাছ থেকে দেখলেন। আর সেই বিবরণই দিলেন সোশাল মিডিয়ায়।

তা কী লিখলেন আসিফ?

সোশাল মিডিয়ায় আসিফ হাসপাতালের ছাদের ছবি পোস্ট করেছেন। আর সেই ছবির ক্যাপশনেই অভিনেতা লিখলেন, ৩৬ ঘণ্টা ধরে এই ছাদের দিকেই তাকিয়ে রয়েছি। মাথার মধ্যে নানারকম চিন্তাভাবনা ঘুরছে। একটা বুঝতে পারলাম, মৃত্যুকে খুব কাছ থেকেই দেখলাম। তাই জীবনটাকে আরও বেশি সুন্দর লাগছে। উপলদ্ধি করলাম, এক মুহূর্তে জীবনের অনেক কিছু বদলে যেতে পারে। জীবনে যা কিছু রয়েছে এবং আপনি যেমন ভাবে বেঁচে রয়েছেন, তার জন্য কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে।”