পাওলি দাম (Paoli Dam)। টলিউডের (Tollywood) অন্যতম শক্তিশালী অভিনেত্রী (Actress)। অভিনয় দক্ষতার কারণে বলিউডেও বেশ কিছু কাজ করছেন তিনি। আবার ওয়েব সিরিজেও সমান স্বচ্ছন্দ। এ হেন পাওলি যদি প্রকাশ্যে বলেন, ‘তোমার প্রতি আমার কোনও প্রেম নেই’। তা হলে কি আর মান থাকে? কিন্তু কাকে উদ্দেশ্য করে এ কথা বললেন নায়িকা?
কালো টপ, তার উপরে সাদা বোতাম খোলা শার্ট পরে সোশ্যাল ওয়ালে একটি ভিডিয়ো শেয়ার করেছেন পাওলি। হালকা মেকআপ, খোলা চুলে তিনি যেন সকলের চেনা মেয়েটি। এই ভিডিয়োতে গান গেয়েছেন পাওলি। আর সেখানেই রয়েছে এই কথা। তবে কার উদ্দেশ্যে এই গান, তা স্পষ্ট করেননি তিনি। পাশাপাশি গান গাওয়ার সময় ক্যামেরার অপর প্রান্তে কে ছিলেন, তাও গোপনই রেখেছেন নায়িকা। গান তিনি ভালবাসেন। কখনও কখনও গাইতে চেষ্টা করেন। আর এই ভিডিয়ো গানের প্রতি তাঁর ভালবাসার প্রকাশ বলে মনে করছেন অনুরাগীরা।
আপাতত পাওলির হাত ভর্তি কাজ। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’-এ সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে জি ফাইভে আগামী ১৬ এপ্রিল প্রিমিয়ার হবে পাওলি অভিনীত ‘রাত বাকি হ্যায়’। কখনও দিল্লি, কখনও বা মুম্বইতে শুটিং করতে যাচ্ছেন তিনি। এর মধ্যেই গাইলেন এই বিশেষ গান।
আরও পড়ুন, ছুটির দিনে কীভাবে সময় কাটান সারা আলি খান?
নিউ নর্মালে ধীরে ধীরে কাজ শুরু হওয়ার পর জমে থাকা বেশ কিছু প্রজেক্ট শেষ করে ফেলছেন পাওলি। তবে করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব সময় বাকিদের সতর্ক করেন। নিজেও পুরোপুরি মেনে চলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের একাধিকবার এই বার্তা দিয়েছেন নায়িকা।