‘যদি তোর ডাক শুনে…’, বাংলা গানে জাতীয় স্তরের অনুষ্ঠান শুরু করলেন কেন পরমব্রত?

Sucharita De | Edited By: জয়িতা চন্দ্র

Mar 27, 2025 | 7:20 PM

Parambrata Chatterjee: পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এখন নানা কারণে তাই খবরের শিরোনামে। তবে এর পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় যে খুব ভাল সঞ্চালক বাঙালি দর্শক তা জেনে গিয়েছেন এতদিনে।

যদি তোর ডাক শুনে..., বাংলা গানে জাতীয় স্তরের অনুষ্ঠান শুরু করলেন কেন পরমব্রত?

Follow Us

সামনেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বাংলা ছবি ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেতে চলেছে। পরিচালক হিসেবে ‘ভোগ’ এর শ্যুট ইতিমধ্যেই শেষ। একের পর এক হিন্দি ছবির কাজও করে চলছেন তিনি। বাঙালি দর্শকদের কাছে এই মুহূর্তে ‘খাকি-দ্যা বেঙ্গল চ্যাপ্টার ‘ ওয়েব সিরিজও খুব জনপ্রিয়তা পেয়েছে। কেরিয়ার থেকে ব্যক্তি জীবন, খুশির মেজাজেই রয়েছেন নায়ক। পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এখন নানা কারণে তাই খবরের শিরোনামে। তবে এর পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় যে খুব ভাল সঞ্চালক বাঙালি দর্শক তা জেনে গিয়েছেন এতদিনে।

এবার এক জাতীয় স্তরের বলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পরমব্রত। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গান ‘যদি তোর ডাক শুনে কেউ…..’ দিয়ে সঞ্চালনা শুরু করে নজর কাড়লেন পরমব্রত চট্টোপাধ্যায়। এমনিতেই পরমব্রত বাংলা ও ইংরেজি ভাষাতে সমান দখল রাখেন, ইদানিং তাঁর হিন্দিতেও দখল চোখে পড়ার মতো। এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে যখন বাংলা গান গাওয়া নিয়ে নানা বিতর্ক উঠে আসছে, তখন জাতীয় মঞ্চে বাংলা গান দিয়ে অনুষ্ঠান শুরু করাটা অবশ্যই প্রশংসার।

তবে তাঁর এই বিশেষ গান গাওয়া অন্য কোনও ইঙ্গিত বহন করছে কিনা, সে নিয়ে অবশ্য তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে পারে। প্রসঙ্গত, টলিপাড়ার ফেডারেশন বনাম পরিচালকের সমস্যায় এই মুহূর্তের চিত্র দেখে বোঝা যাচ্ছে, বহু নামকরা পরিচালকরা ফেডারেশনের সঙ্গে আপস করে নিলেও পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর দাবি থেকে বিন্দু মাত্র সরেননি। ফলে তিনি যে প্রয়োজনে একলাও চলতে পারেন, সেই বার্তাই কি দিচ্ছেন? উঠছে প্রশ্ন।