ভরা মঞ্চে মিমিকে স্বার্থপর বললেন পরমব্রত, কেন?

গত দুবছরের মতো এবছরেও অনুষ্ঠান সঞ্চালনা করার সময় অনুষ্ঠানকে জমিয়ে দেওয়ার জন্য নানারকম রসিকতা করছিলেন পরম ও আবির। একের পর এক অ্যাওয়ার্ড ঘোষণা করার মাঝে মাঝেই এই রসিকতা জমিয়ে দিয়েছিল অনুষ্ঠান সন্ধ্যা। তবে এই ঘটনা ঘটে, ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজে সেরা নারী চরিত্রে বিজয়ীর নাম ঘোষণার পরই।

ভরা মঞ্চে মিমিকে স্বার্থপর বললেন পরমব্রত, কেন?

|

Dec 15, 2025 | 4:54 PM

রবিবার কলকাতা শহরের এক পাঁচতারা হোটেলে জমজমাটভাবে হয়ে গেল এবছরের ঘরের বায়োস্কোপ। আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঞ্চালনা জমজমাট ছিল এবারের ঘরের বায়োস্কোপের অনুষ্ঠান। কিন্তু সেখানেই টুক করেই কথায় কথায় পরমব্রত, মিমিকে স্বার্থপর বলে ফেললেন! ভরা মঞ্চে পরমের মুখে এমন কথা শুনে মিমি তো হতবাক। হতবাক উপস্থিত টলিপাড়ার সেলেবরাও। তা হঠাৎ করে মিমিকে এমনটা বললেন কেন পরম?

গত দুবছরের মতো এবছরেও অনুষ্ঠান সঞ্চালনা করার সময় অনুষ্ঠানকে জমিয়ে দেওয়ার জন্য নানারকম রসিকতা করছিলেন পরম ও আবির। একের পর এক অ্যাওয়ার্ড ঘোষণা করার মাঝে মাঝেই এই রসিকতা জমিয়ে দিয়েছিল অনুষ্ঠান সন্ধ্যা। তবে এই ঘটনা ঘটে, ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজে সেরা নারী চরিত্রে বিজয়ীর নাম ঘোষণার পরই।

এবারের ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজে সেরা নারী চরিত্রের পুরস্কার পেলেন মিমি। আর তাঁর নাম ঘোষণার সময়ই পরম টুক করে বলে উঠলেন, মিমি নাকি স্বার্থপর! পরমব্রতর মুখে এমন কথা শুনে হতবাক মিমিও। আসলে, এর নেপথ্যে রয়েছে পরমের দারুণ এক রসবোধ বা বলা ভাল রসিক মেজাজ। আসলে পরম, মিমি নামের সঙ্গে মিলিয়ে দিয়েছেন ইংরেজি শব্দ Me Me। অর্থাৎ শুধুই আমি আর আমি। মিমির এই নামটা নিয়েই নির্ভেজাল মজা করেছেন পরমব্রত। মিমি অবশ্যই পরমের এমন কথায় মোটেই রাগ করেননি। উল্টে, পরমের দিকে তাকিয়ে মিষ্টি হেসেওছেন। ঘরের বায়োস্কোপের অন্দরে ঘটেছে অনেক এমন মজার কাণ্ড। যা দেখার জন্য নজর রাখতে হবে টিভি নাইন বাংলার পর্দায়।