Ghorer Bioscope Awards 2025: সেরা সিনেমা অঞ্জন দত্ত-অপর্ণা সেন অভিনীত ‘এই রাত তোমার আমার’, পুরস্কার পেলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়

ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া তত্ত্বাবধানে এবং দর্শকদের বাছাইয়ে এবারেও সেরার তালিকায় টলিপাড়ার অন্যতম তারকারা। যেমন, সেরা সিনেমার পুরস্কার পেল অঞ্জন দত্ত ও অপর্ণা সেন অভিনীত ছবি এই রাত তোমার আমার। ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Ghorer Bioscope Awards 2025: সেরা সিনেমা অঞ্জন দত্ত-অপর্ণা সেন অভিনীত এই রাত তোমার আমার, পুরস্কার পেলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়

|

Dec 14, 2025 | 8:25 PM

বিনোদুনিয়ার কলাকুশলীদের কাজকে স্বীকৃতি বরাবরই বদ্ধপরিকর টিভি নাইন বাংলার ঘরের বায়োস্কোপ পুরস্কার। এই নিয়ে তৃতীয় বছরে পা রাখলেন বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই পুরস্কার সন্ধে। গত দুবছরের মতোই এবারও নানা বিভাগে সেরার স্বীকৃতি দিল টিভি নাইন বাংলা ঘরের বায়োস্কোপ।

ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া তত্ত্বাবধানে এবং দর্শকদের বাছাইয়ে এবারেও সেরার তালিকায় টলিপাড়ার অন্যতম তারকারা। যেমন, সেরা সিনেমার পুরস্কার পেল অঞ্জন দত্ত ও অপর্ণা সেন অভিনীত ছবি এই রাত তোমার আমার। ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মঞ্চে দেখা গেল অপর্ণা সেনকে। এছাড়াও ছিলেন পাওলি দাম, ইধিকা পাল ও দেবলিনা দত্ত।

এবারের ঘরের বায়োস্কোপে সেরা সিনেমার লড়াইয়ে ছিল পাঁচটু বাংলা ছবি। তালিকায় ছিল অতি উত্তম (সৃজিত মুখোপাধ্যায়) , কীর্তন (পরাণ বন্দ্যোপাধ্যায়), জঙ্গলে মিতিন মাসি (অরিন্দম শীল), ভূতপরী ( সৌকর্য ঘোষাল)। এই চারটি ছবিকে পিছনে ফেলেই সেরার শিরোপা ছিনিয়ে নিল পরমব্রত চট্টোপাধ্য়ায়ের এই রাত তোমার আমার।

এই ছবির গল্পে রয়েছে এক দম্পতি। তাঁদের ৫০ তম বিবাহবার্ষিকী। মারণরোগে আক্রান্ত স্ত্রীয়ের আবদারে ঝড়-জলের রাতে একান্তযাপনে ফেলে আসা দিনগুলোর সুখস্মৃতির জাবর কাটা। ‘স্লাইস অফ লাইফ’ গল্পের শেষেই ট্যুইস্ট রেখেছেন পরিচালক পরম। মেদহীন ঝরঝরে চিত্রনাট্য। অঞ্জন দত্ত, অপর্ণা সেন দুজনের দুরন্ত অভিনয়ে সেজে উঠেছিল পরিচালক পরমের এই ছবি।