ফের বলিউডে (bollywood) মৃত্যুর গুজব। এ বার তার শিকার অভিনেতা (Actor) পরেশ রাওয়াল (Paresh Rawal)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পরেশের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। তা চোখে পড়তেই নিজস্ব মজার ভঙ্গিতে উত্তর দিয়েছেন অভিনেতা।
পরেশ টুইটারে একটি পেজের ছবি শেয়ার করে। যেখানে তাঁর ছবিতে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে লেখা, পরেশজি, ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য ১৪মে, ২০২১, সকাল সাতটায় প্রয়াত হয়েছেন। সেই পোস্ট নিয়ে মজার উত্তর দিয়েছেন পরেশ।
পরেশ টুইট করেন, ‘ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। আমি তো সকাল সাতটায় ঘুমোচ্ছিলাম।’
?…Sorry for the misunderstanding as I slept past 7am …! pic.twitter.com/3m7j8J54NF
— Paresh Rawal (@SirPareshRawal) May 14, 2021
পরেশ টুইট করার পর তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ সংশ্লিষ্ট পেজটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কারও মতে, এসব অত্যন্ত নিম্নরুচির পরিচয়।
তবে পরেশ প্রথম নন। এর আগে মুকেশ খান্না, লাকি আলি, কিরণ খেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মুকেশ এবং লাকি নিজেই সেই গুজব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নস্যাৎ করেছিলেন। অন্যদিকে কিরণের হয়ে মুখ খুলেছিলেন অনুপম খের। যে কোনও খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে বারংবার সত্যতা যাচাই করে নেওয়ার অনুরোধ করছেন শিল্পীরা। যে কোনও দায়িত্ববান নাগরিকের এটা কর্তব্য বলে মনে করেন তাঁরা।