কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে জানা গেল বলিউড অভিনেতা পরেশ রাওয়াল কোভিডে আক্রান্ত। ‘হেরা ফেরি’খ্যাত ‘বাবুরাও গণপত রাও আপ্তে’ তাঁর টুইটার পোস্টে লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।’
আরও পড়ুন এবার নিজের ঢাক নিজেই পেটাবেন! আর কারও প্রতি ‘ধন্য’ নন স্বস্তিকা
V for vaccines. ! Thanks to All the Doctors and Nurses and the front line Health care workers and The Scientists. ?Thanks @narendramodi pic.twitter.com/UC9BSWz0XF
— Paresh Rawal (@SirPareshRawal) March 9, 2021
চলতি মাসের প্রথমদিকে ৬৫ বছর বয়সী অভিনেতা কোভিড এর প্রথম ডোজ়টি নেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যন্ডেলে ছবি পোস্ট করে পরেশ লেখেন, ‘ভি ফর ভ্যাকসিনস! সব ডাক্তার, নার্স, এবং ফ্রন্টলাইন হেলথ কেয়ার কর্মীদের এবং বিজ্ঞানীদের ধন্যবাদ।’ দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান পরেশ।
Unfortunately, I have tested positive for COVID-19. All those that have come in contact with me in the last 10 days are requested to please get themselves tested.
— Paresh Rawal (@SirPareshRawal) March 26, 2021
এর আগে অভিনেতার কার্তিক আরিয়ান, রণবীর কাপুর এবং রোহিত শরফেরও কোভিড টেস্ট পজিটিভ আসে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ-অভিষেক, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, আমির খানও। গায়িকা কনিকা কাপুর প্রথম বলিউড সেলিব্রিটি যিনি করোনা আক্রান্ত হন।