Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সমুদ্রতটে অন্তরঙ্গ পরিণীতি-রাঘব! এবার ‘ডিপফেক’-এর জালে নায়িকা

পরনে বিকিনি, সমুদ্রতটে ছুটি কাটাচ্ছেন নায়িকা পরিণীতি চোপড়া। সঙ্গে রয়েছেন স্বামী রাঘব চাড্ডা। ভাবছেন এ আর এমনকি ব্যাপার। স্বামীর সঙ্গে ঘুরতে যেতেই পারেন নায়িকা। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। রাঘব এবং পরিণীতির যে ছবি ভাইরাল হয়েছে সেখানে মুখ তো দেখা যাচ্ছে নায়িকা ও তাঁর স্বামীর।

সমুদ্রতটে অন্তরঙ্গ পরিণীতি-রাঘব! এবার 'ডিপফেক'-এর জালে নায়িকা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 9:56 PM

পরনে বিকিনি, সমুদ্রতটে ছুটি কাটাচ্ছেন নায়িকা পরিণীতি চোপড়া। সঙ্গে রয়েছেন স্বামী রাঘব চাড্ডা। ভাবছেন এ আর এমনকি ব্যাপার। স্বামীর সঙ্গে ঘুরতে যেতেই পারেন নায়িকা। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। রাঘব এবং পরিণীতির যে ছবি ভাইরাল হয়েছে সেখানে মুখ তো দেখা যাচ্ছে নায়িকা ও তাঁর স্বামীর। কিন্তু শরীরটা অন্য কারও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিপফেক ছবি আর ভিডিয়োর রমরমা। কিছু দিন আগে রশ্মিকা মন্দনার ছবি,ভিডিয়ো ঘিরে হই হই কাণ্ড হয়েছিল। এবার সেই ডিপ ফেক ছবির শিকার পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। একগুচ্ছ ছবি দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা। তা সমুদ্রতট থেকে নিজেদের বেডরুমে। ছবি দেখে সবাই খানিকটা আন্দাজ করেছেন পুরোটাই মর্ফ করা ছবি।

কয়েক বছর আগে রশ্মিকা মন্দানার এমনই একটি ডিপ ফেক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তথ্য এসেছিল ১ কোটি ১০ লক্ষের বেশি ডাউনলোড ও শেয়ার করা হয়েছিল রশ্মিকার ভুয়ো ভিডিয়ো। এক আইটি প্রফেশনাল বলছিলেন, রশ্মিকার ভিডিয়োটা ৮৩ শতাংশ মর্ফড। শুধু মুখটুকু নিয়ে অন্য মহিলার ছবি জুড়ে ভিডিয়োটি তৈরি হয়েছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন অমিতাভ বচ্চনও। বিগ বি লিখেছিলেন, “এসব ঘটনায় আইনি ব্যবস্থা হওয়া দরকার। ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ সাইবার পুলিশ।” আর রশ্মিকা? আতঙ্ক কাটিয়ে উঠতেই অনেকটা সময় লেগেছিল নায়িকার। টুইটারে রশ্মিকা লিখেছিলেন, “ভয়ঙ্কর ব্যাপার। যে ভাবে প্রযুক্তির অপপ্রয়োগ হচ্ছে, তাতে হয়ত আমাদের সবারই আতঙ্কে থাকার কথা।”