
অভিনেত্রী পরিনীতি চোপড়া ও সাংসদ রাঘব চড্ডার বিয়ে ও সংসার নিয়ে মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এই রকমই একটি টিভির অনুষ্ঠানে এসে নায়িকা খোলসা করলেন, বিয়ের আগে রাঘব চড্ডাকে তিনি চিনতেন না । যেদিন প্রথমবার রাঘবকে দেখেন তিনি বাড়ি ফিরে গুগল করে প্রথমে দেখেন রাঘব চড্ডার বয়স কত? এর পর তিনি দেখেন রাঘব বিবাহিত কিনা? তারপর দেখেন পার্লামেন্টে আসলে রাঘব কী কাজ করেন? এছাড়াও রাঘবের উচ্চতা কত সেটাও দেখেন। কারণ পরিণীতির লম্বা ছেলে পছন্দ। তবে নায়িকা জানান, ঐ অনুষ্ঠানে প্রথমবার দেখেই তিনি আন্দাজ করেছিলেন, যে রাঘবের সঙ্গেই তাঁর বিয়ে হতে পারে, মন থেকে এমনই একটা আভাস পাচ্ছিলেন, এর পর তিনি এই কথা শেয়ার করেন রাঘবের সঙ্গে। রাঘব চড্ডাও এই গল্প শুনেই খুব মজা পেয়েছিলেন। নিজেই বলেন, তাঁর উচ্চতা বেশ ভাল। অভিনয়, গান সবেতেই বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন পরিনীতি।
প্রসঙ্গত বলিউডে তিনি লেডিজ ভার্সেস রিকি বহেল ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন, এর পর বেশকিছু ছবিতে অভিনয় করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইকবাল, শুদ্ধ দেশি রোমান্স, হাসি তো ফাসি, দাওয়াতে ইশক, কিল দিল প্রমুখ।