একটা নয়, আরও সন্তানের মা হতে চান পরিণীতি! জানেন কেন?

পরিণীতির সংসার আলো করে পুত্র সন্তান এসেছে। আর তা নিয়ে রাঘবের দিল্লির বাড়িতে উৎসবের মেজাজ। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ভাইরাল হল, পরিণীতির এক পুরনো সাক্ষাৎকার। যেখানে পরিণীতি স্পষ্ট জানিয়ে ছিলেন সন্তান নিয়ে তাঁর মনের ইচ্ছার কথা।

একটা নয়, আরও সন্তানের মা হতে চান পরিণীতি! জানেন কেন?

|

Oct 20, 2025 | 1:42 PM

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার সংসারে এক নতুন সদস্য। দীপাবলির ঠিক আগেই পরিণীতির সংসার আলো করে পুত্র সন্তান এসেছে। আর তা নিয়ে রাঘবের দিল্লির বাড়িতে উৎসবের মেজাজ। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ভাইরাল হল, পরিণীতির এক পুরনো সাক্ষাৎকার। যেখানে পরিণীতি স্পষ্ট জানিয়ে ছিলেন সন্তান নিয়ে তাঁর মনের ইচ্ছার কথা।

কী বলেছিলেন পরিণীতি?

বিয়ের আগে থেকেই সংসার, দাম্পত্য নিয়ে খুব স্পষ্ট অবস্থান পরিণীতির। প্রথম থেকেই তিনি বলতেন, প্রচুর শিশু দত্তক নেওয়ার কথা। তাঁর কথায়, অনাথ শিশুদের দেখলে আমার একটাই কথা মনে হয়, মা ছাড়া কেউ কীভাবে বড় হতে পারে! তাই শিশু দত্তক নিয়ে অনেকের মা হতে চাই।

এখানেই আটকে থাকেননি পরিণীতি। স্পষ্ট বলেছিলেন, বিয়ের পর একটা বা দুটো নয়। অনেকগুলো সন্তান চাই আমার। তাঁদের সঙ্গে খেলা করেই দিন কেটে যাবে আমার।

চলতি বছর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সামনে আনেন পরিণীতি।ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমাদের ছোট্ট জগত… আসছে, আশীর্বাদ করবেন।” কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, যা তাঁদের আসন্ন সন্তানের ইঙ্গিত স্পষ্ট করেছিল।

রাঘব পরিণীতি জুটি বরাবরই সকলের নজর কেড়েছে। তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ মিষ্টি। একে অপরকে আগলে তাঁদের সংসার। আর সেই সংসারই এবার পরিপূর্ণ। দীপাবলির আগেই তাঁর পরিবার খুশির আলোয় আলোকিত। শুভেচ্ছাবার্তায় ভরছে নেটপাড়া।