অর্থকষ্টে কাটে শেষ জীবন, ফ্ল্যাট থেকে মেলে মৃতদেহ, সেই পরভিনের কোন সিক্রেট সামনে আনেন অমল পালেকর?
বেপরোয়া জীবন, একাধিক পুরুষ সঙ্গ, পরভিনের এক অন্যরকম ইমেজ রয়েছে দর্শকদের মনে। বেশ রহস্যে মোড়া তাঁর জীবন। এর পরিণতিও হয়েছিল ভয়ঙ্কর। লোক চক্ষুর আড়ালে, দারিদ্র্যের মধ্যে ইহলোক ত্যাগ করেন পরভিন বিবি। নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় তাঁর দেহ বের করে মুম্বই পুলিশ।

আশির দশকে জনপ্রিয়তার শীর্ষ স্থানে ছিলেন পরভিন ববি। শরীরী ভাষা, আদব কায়দা ও পোশাকে, সেই সময়ে বলিউডের বহু নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন এই মোহময়ী নায়িকা। সেই সময়ে দাঁড়িয়ে ট্রেন্ড সেটার ছিলেন তিনি। পরভিনকে দেখে বলিউডের তারকা থেকে দর্শক, সকলের হৃদয়ে ঝড় উঠত। যদিও বেপরোয়া জীবন, একাধিক পুরুষ সঙ্গ, পরভিনের এক অন্যরকম ইমেজ রয়েছে দর্শকদের মনে। বেশ রহস্যে মোড়া তাঁর জীবন। এর পরিণতিও হয়েছিল ভয়ঙ্কর। লোক চক্ষুর আড়ালে, দারিদ্র্যের মধ্যে ইহলোক ত্যাগ করেন পরভিন বিবি। নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় তাঁর দেহ বের করে মুম্বই পুলিশ।
তবে এই পরভিন ববির সম্পর্কে মানুষের ধারণা বদলে দিলেন অভিনেতা পরিচালক অমল পালেকর। নাট্যকার বাদল সরকারের সঙ্গে পরভিন ববির দারুণ সম্পর্কের কথা বলেন তিনি। প্রসঙ্গত, বাদল সরকার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যব্যক্তিত্ব। যিনি থার্ড থিয়েটার নামক ভিন্ন ধারার নাটকের প্রবক্তা। ৭০ দশকের নকশাল আন্দোলনের সময় প্রতিষ্ঠান বিরোধী নাটক রচনার জন্যে তিনি পরিচিত হন, মঞ্চের বাইরে সাধারণ মানুষের ভিতর নাটক’কে ছড়িয়ে দেওয়ার প্রথম কাজ বাদল সরকারের। তাঁর নিজস্ব নাট্য দল ‘শতাব্দী’ গঠিত হয় ১৯৭৬ সালে। ভারতে আধুনিক নাট্যকার হিসেবে হাবিব তনভীর, বিজয় তেন্ডুলকর, মোহন রাকেশ এবং গিরিশ কারনাডের পাশাপাশি বাদল সরকারের নাম উচ্চারিত হয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমল পালেকর বলেন, “পরভিন বিবির সঙ্গে আমি একটি ছবিতে অভিনয় করি তার নাম ‘রংবেরঙ্গি’। তবে ওকে আমি অনেক আগে থেকে চিনি। আমি এক অন্য পরভিনকে চিনেছিলাম। নাট্যকার বাদল সরকারের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল। এখন বাদল সরকারের শতবর্ষ উদযাপন হচ্ছে। তিনি যখনই মুম্বই আসতেন, আমার বাড়িতেই থাকতেন। সেই সময়ে যখন বাদলদা আমার বাড়িতে আসেন, আমায় বলেছিলেন, তিনি সিনেমার শ্যুটিং দেখতে চান। আমি ওঁকে সঙ্গে নিয়ে পৌঁছে যাই ফিল্ম সিটিতে। সেখানে দেখি এক জায়গায়, ‘বার্নিং ট্রেন’ ছবির শ্যুটিং চলছে। তাও আবার নাচের দৃশ্যের শ্যুট চলছে। নায়িকা পরভিন ববি। খুব খুশি হলাম। আমরা পৌঁছতেই দেখলাম, পরভিন চেয়ার ছেড়ে দৌড়ে এলেন আমাদের দিকে, বাদল দাকে প্রণাম করে গল্প জুড়ে দিলেন। আমি একটু অবাক হলাম, কারণ বাদলদা নাট্যব্যক্তিত্ব হিসেবে বিখ্যাত নাম হলেও, নাট্য জগতের বাইরে তাঁকে চট করে কেউ চিনবে না। বাদলদা আমাকে জানালেন, তাঁর একটি ক্লাসিক নাটক ‘এবং অর্জুন’ এ অভিনয় করেছিলেন পরভিন। শ্যুটের কাজ দু’ঘন্টার জন্য স্থগিত রেখে জমিয়ে আড্ডা শুরু হয়ে গেল। সেদিন দেখলাম নাটক, সাহিত্য নিয়ে বাদলদার সঙ্গে মনজ্ঞ আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন পরভিন ববি। আমার মনে হল পরভিনের গ্ল্যামারাস খোলসের মধ্যেই লুকিয়ে থেকে গেল সেই ব্যক্তিত্ব। ওঁর উজ্জ্বল ঝলমলে জীবনের মধ্যেই আসল পরভিন সাধারণের থেকে অজানাই থেকে গেল।”
