প্রয়াত ‘দুর্গা’,বিশ্বজুড়ে বাঙালির মন খারাপ

Sucharita De | Edited By: utsha hazra

Nov 18, 2024 | 1:21 PM

Uma Dasgupta: প্রয়াত উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর। তার পর প্রাথমিক চিকিত্‍সায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগ আবারাও শরীরে বাসা বাঁধে তাঁর। শেষ রক্ষা হল না। চিকিত্‍সার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে।

প্রয়াত দুর্গা,বিশ্বজুড়ে বাঙালির মন খারাপ

Follow Us

প্রয়াত উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর। তার পর প্রাথমিক চিকিত্‍সায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগ আবারাও শরীরে বাসা বাঁধে তাঁর। শেষ রক্ষা হল না। চিকিত্‍সার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী। যদিও এখনও তাঁকে ‘দুর্গা’ হিসাবেই মনে রেখেছেন সবাই। মাঝে অনেক বারই তাঁর মৃত্যুর ভুয়ো সংবাদ শোনা গিয়েছিল। তবে এবার আর কোনও রটনা নয়। চিরবিদায় নিলেন ‘পথের পাঁচালী’র দুর্গা।

TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে। তিনি তখন অনেকটাই ছোট যখন সত্যজিত্‍ রায় শুটিং করছেন ‘পথের পাঁচালী’র । ফলে আবছা কিছু স্মৃতি রয়েছে। তিনি বললেন, “অনেক দিন হল যোগাযোগ নেই। আগে এমন উড়ো খবর এসেছিল। কিন্তু এবারে খবরটা সত্যি। মাঝে শুনেছিলাম ওনার শরীর ভাল নেই। ‘পথের পাঁচালী’ তাঁর প্রথম সিনেমা। কোনও দিন অভিনয় করেননি আর। আমার অনেক স্মৃতি না থাকলেও। তবে ওনার এত সাবলীল অভিনয় তা সত্যিই প্রশংসনীয়।” পরিচালক জানিয়েছেন তাঁকে শেষবার দেখার জন্য হাসপাতালে তিনি একবার যেতে পারেন।

Next Article