ভিডিয়ো: শেষমেশ হারিয়েই গেলেন ‘পাওরি’ গার্ল!

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 10, 2021 | 6:24 PM

এক মিনিট পনোরো সেকেন্ডের ভিডিয়ো ফ্যানদের রীতিমতো চমকে দিয়েছে।

ভিডিয়ো: শেষমেশ হারিয়েই গেলেন ‘পাওরি’ গার্ল!
দানানীর মোবেন।

Follow Us

দানানীর মোবেন। বছর উনিশের মেয়ে। পাকিস্তানের পেশওয়ারে থাকেন। তাঁর বলা মাত্র তিনটি সংলাপ। ‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি (পার্টি) হো রহি হ্যায়’। এই তিন সংলাপ সোশ্যাল মিডিয়া ভাইরাল। একের পর এক মিম ভিডিয়োয় শোনা গিয়েছে এই সংলাপ। আর দানানীর এক কথায় হয়ে উঠেছেন—সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ফ্যাশন, মেকআপ কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে নানা বিধ বিষয় নিয়ে ভিডিয়ো পোস্ট করেন দানানীর।

 

 

 

সম্প্রতি সেই ভাইরাল গার্ল ‘দানানীর’ একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তবে ফ্যাশন-মেকআপের ভিডিয়ো পোস্ট করেননি তিনি। গেয়েছেন গান। ভিডিয়োয় বলিউড ফিল্ম ‘বার বার দেখো’র গান ‘খো গয়ে হাম কাহাঁ’ গানটি গাইলেন দানানীর।

 

 

 

সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে ‘পাওরি’ গার্ল-এর ভিডিয়ো। ভিডিয়োটি শেয়ার করে দানানীর লেখেন, ‘খো গায়ে হাম কাহাঁ?  বহুদিন ধরে গানটি কভার গাওয়ার চেষ্টায় ছিলাম। অবশেষে আজ বসে এটা করেছি।’

এক মিনিট পনোরো সেকেন্ডের ভিডিয়ো ফ্যানদের রীতিমতো চমকে দিয়েছে। তবে এর আগেও দানানীর ‘তেরা মেরা রিশতা পুরানা’ (আওয়ারাপন) গেয়েছিলেন। ক্যাপশনে লেখেন, ‘কিছু সেকেন্ড আগে আমার সবচেয়ে পছন্দের গান গাইলাম! গত দু’দিন ধরে আমি যে অগাধ ভালবাসা পেয়েছি তা আমাকে সত্যিই অনুভব করিয়েছে যে আমরা সবাই একটি বড় ডিজিটাল পরিবার! #Pawrigang হয়তো।’

 

 

Next Article