তদন্ত চালু করবার জন্য আমায় কি মরতে হবে?: বললেন অভিনেত্রী পায়েল ঘোষ

তবে অন্যদিকে অনুরাগ সব অভিযোগ উড়িয়ে বলেন, ‘পাবলিসিটি স্টান্ট’।

তদন্ত চালু করবার জন্য আমায় কি মরতে হবে?: বললেন অভিনেত্রী পায়েল ঘোষ
পায়েল-অনুরাগ

|

Dec 21, 2020 | 8:19 PM

গত সেপ্টেম্বর মাসে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে খবরের শিরোনামে এসেছিলেন বাঙালি মডেল-অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh)। অনুরাগের (Anurag Kashyap) বিরুদ্ধে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পায়েল৷ মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে জমা পড়ে অভিযোগ। শুধু কাশ্যপ নন, রিচা চাড্ডা এবং হুমা কুরেশির নামও তিনি জড়ান। সাহায্যের প্রত্যাশায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার সঙ্গে দেখা করেন তিনি। তবে অন্যদিকে অনুরাগ সব অভিযোগ উড়িয়ে বলেন, ‘পাবলিসিটি স্টান্ট’।

 

 

সদ্য অভিনেত্রী টুইটারে মুম্বই পুলিশের দিকে তোলেন প্রশ্ন। তাঁর অভিযোগ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ‘গ্যাংগস অফ ওয়াসিপুর’ পরিচালকের বিরুদ্ধে। তিনি লেখেন চার মাস কেটে গিয়েছে কিন্তু প্রমা জমা পড়া সত্ত্বেও অনুরাগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্ত চালু করবার জন্য আমায় কি মরতে হবে? পরের টুইটে পায়েল মুম্বই পুলিশকে ট্যাগ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন।

তিনি লেখেন, ‘অনেকটা সময় পার হয়ে গেছে। মুম্বই পুলিশ তার কাজ ঠিকভাবে করেনি। আমার আন্তরিক অনুরোধ। এটা একজন নারীর বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমরা কী ধরনের উদাহরণ সৃষ্টি করছি।’

 

 

পায়েল তাঁর অভিযোগে জানান, “আরাম নগর, ভারসোভায় ওঁর অফিসে আমরা প্রথমবার দেখা করি। দ্বিতীয়বার দেখা হয় ওঁর বাড়িতে। আমরা সিনেমা এবং ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করি। তৃতীয়বার উনি আমাকে ওঁর বাড়িতে ডাকেন এবং তারপর উনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন। আমাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার আমি ওঁর কাছে মিনতি করতে থাকি, ওঁকে এটাও বলি যে আমি আবার ওখানে ফিরে আসব।“

 

পরিচালকের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানি বিবৃতিতে জানান, “ মুম্বই পুলিশের কাছে অনুরাগ তাঁর কথার পক্ষে সমস্ত তথ্য জমা করেছেন । ২০১৩-র অগাস্ট মাস জুড়ে তিনি শ্রীলঙ্কায় ছবির শুটিংয়ে ছিলেন। সেই ঘটনা এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন পরিচালক।’