Exclusive: সমাজ মাধ্যমে ছবি মুছে ফেলা নিয়ে চাঁছাছোলা পায়েল

Sucharita De | Edited By: জয়িতা চন্দ্র

Apr 02, 2025 | 6:57 PM

সময়ের সঙ্গে-সঙ্গে সব কিছুই ফিকে হয়ে যায়। তাই তিনি 'প্রশ্ন' ছবিটি করতে রাজি হয়েছেন। কারণ এই ছবিটি অন্য ছবি থেকে তাঁকে অন্যরকম অনুভূতি দিয়েছে। বহুদিন পরেও যদি এই সামাজিক ব্যাধি গুলি মাথাচাড়া দেয়, এই ছবিটি সব সময় মনে করাবে দর্শকদের।

Exclusive: সমাজ মাধ্যমে ছবি মুছে ফেলা নিয়ে চাঁছাছোলা পায়েল

Follow Us

সমাজ মাধ্যমে যেখানে সিলভার স্ক্রিনের তারকাদের দিনচরিত চোখে পড়ে, সেখানে পর্দার বাইরে প্রায় দেখাই যায় না অভিনেত্রী পায়েল সরকারকে। সিনেমার প্রচারে একমাত্র তাঁকে ধরা যায়। সম্প্রতি তাঁর আগামী ছবি ‘প্রশ্ন ‘-র প্রচারে হাতের কাছে পাওয়া গেল অভিনেত্রীকে। প্রথমেই জানালেন, এই ছবিটি তিনি করেছেন কারণ সিনেমা একটা সময়ের দলিল। খুন, নির্যাতন বা আরও অন্য বিষয় সব সময়ই প্রাসঙ্গিক। তবে সময়ের সঙ্গে-সঙ্গে সব কিছুই ফিকে হয়ে যায়। তাই তিনি ‘প্রশ্ন’ ছবিটি করতে রাজি হয়েছেন। কারণ এই ছবিটি অন্য ছবি থেকে তাঁকে অন্যরকম অনুভূতি দিয়েছে। বহুদিন পরেও যদি এই সামাজিক ব্যাধি গুলি মাথাচাড়া দেয়, এই ছবিটি সব সময় মনে করাবে দর্শকদের।

পায়েল সরকারকে সমাজ মাধ্যমে বা কোনও পার্টিতে সেইভাবে দেখা যায় না কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,  “প্রয়োজন ছাড়া সমাজ মাধ্যমে নিজের ব্যক্তিগত বিষয় তুলে ধরার পক্ষপাতী নই আমি, তাছাড়া, সেই সময়টা নিজের উন্নতির জন্য সময় দেওয়াতে আগ্রহী আমি।” অনেক সিনেমার হলে আসে আবার চলে যায়, দর্শকদের চোখেই পড়ে না। তিনি কি এই রকম কোনও এক্সপেরিয়েন্স করেছেন, যেখানে ছবি করার পর মনে হয়েছে, যেমন ভেবেছিলেন, তেমনটা হল না? উত্তরে নায়িকা বললেন, “আমি চিত্রনাট্য পড়ে কোনও ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়, তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।”

সামনেই বিধানসভা নির্বাচন, রাজনীতিতে দেখা যাবে তাঁকে? উত্তরে পায়েলের জবাব, “ভবিষ্যতের কথা বলতে পারব না, তবে এখন কোনও ভাবেই সম্ভব নয়।”

প্রেম নিয়ে প্রশ্ন করতেই পায়েল বললেন, “এইসব কথার উত্তর হয় না।” (হাসি) তবে বিয়ে নিয়ে তিনি আশাবাদী। বললেন, “বিয়ে তো করবোই, তবে চাপে পড়ে বিয়ে করতে চাই না, এই যে সমাজে সবাই বলে, বয়স হচ্ছে বিয়ে আর কবে হবে? সেই চাপে বিয়েতে তাড়াহুড়ো করবো না। অবশ্যই বিয়ে করবো, নিজের মতো সময় করে করবো”।

সবশেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টেজ শেয়ার করেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। (প্রসঙ্গত টলিপাড়ার অন্দরে এক সময় রাজ পায়েল এর সম্পর্কের গল্প ছিল প্রচলিত, যদিও দুজনের কেউই কখনও সমাজ মাধ্যমে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি)। এই অনুষ্ঠানের ছবি পায়েল সরকার তাঁর সমাজ মাধ্যমে শেয়ার করেও পরবর্তী সময়ে ছবি মুছে দেন। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, “আমার সমাজ মাধ্যম, আমি কোন ছবি প্রকাশ করবো, কোন ছবি ডিলিট করবো সম্পূর্ণ আমার ইচ্ছে। “