‘অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়’, ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন প্রসেনজিৎ

Viral Post: সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। খবর চোখে পড়া মাত্রই তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। সকলেই প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টা নজরে আসতেই মুখ খোলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন প্রসেনজিৎ

Feb 28, 2025 | 6:42 PM

সিনেজগতের কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বলিউড থেকে টলিউড, একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। বাড়ছে বয়স। তবে এখনও তাঁর গ্ল্যামারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনও বিশেষ ডাক পেলে নানা অনুষ্ঠানে তিনি চেষ্টা করেন অংশ গ্রহণ করার। সবটাই ঠিক ছিল। তবে আচমকাই শুক্রবার সকাল থেকে চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। খবর চোখে পড়া মাত্রই তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। সকলেই প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টা নজরে আসতেই মুখ খোলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় সকলকে স্বস্তি দিয়ে টলিপাড়ার বুম্বা লিখলেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে…বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে’। প্রবীণ শিল্পীদের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই কত প্রকারের খবর রটে যায়। নেটপাড়ায় এই বিষয়টা নতুন নয়। ঠিক একইভাবে এবার ছড়িয়ে পড়ল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর। তবে সত্যিটা সামনে আনতে বিন্দুমাত্র সময় নেননি প্রসেজনিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতার পোস্ট দেখা মাত্রই অনুরাগীদের স্বস্তির নিঃশ্বাস। কেউ লিখছেন, ‘ঈশ্বর আপনার বাপিকে সুস্থ রাখুন’। কেউ আবার লিখছেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। যে যা পাচ্ছে ভাইরাল করার চেষ্টা করছে। যাই হোক উনি ভাল থাকুন সুস্থ থাকুন।’ আবার কারও মতে, ‘মানুষ না জেনে বুঝে অনেক সময় ভুলভাল রটিয়ে দেয়! এটা মোটেও ঠিক না! জ্যেঠু ভাল থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এটাই কামনা করি!’