অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় আপাদমস্তক বামমনস্ক মানুষ। আগেও বারবার সরকারের বিরোধিতায় মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়াতেও রেয়াত করেনি শাসকদলকে। তাঁর রাজনৈতিক অবস্থানের বিষয়ে অবগত তাঁর পুত্রও। তবে ফাল্গুনীবাবুর কথায়, “আমরা দু’জন ভিন্ন মানুষ। তাই আমি আমার অবস্থান নিয়ে সচেতন। ওঁর (আবির) বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না, এবং উচিৎও নয়।”
আরও পড়ুন ‘চেহরে’র পোস্টার, টিজার, ট্রেলারে নেই রিয়া চক্রবর্তী! প্রযোজক খুললেন মুখ
বুধবার, ফাল্গুনী চট্টোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর রাজনৈতিক প্রচার শুরু করে দিলেন! না না তিনি প্রার্থী হননি। একুশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে সংযুক্ত মোর্চা সমর্থিত তুরুপের তাস বামেদের তারকাপ্রার্থী দেবদূত ঘোষের হয়ে প্রচার করলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়।
ফেসবুক পোস্টে ফাল্গুনী চট্টোপাধ্যায় লেখেন, ‘আইনস্টাইন থেকে বিজ্ঞানী নন্দকিশোর মল্লিক (রবি ঠাকুরের ‘ল্যাবরেটরি’)—যে কোনও চরিত্রে সমান দক্ষতার স্বাক্ষর রেখেছেন যে অভিনেতা তিনি আর কেউ নন, দেবদূত ঘোষ, আমার অনুজ অভিনেতা। এবার বিধানসভা নির্বাচনে তিনি বাম প্রার্থী। চতুর্দিকে নির্লজ্জ মূল্যবোধহীনতার সদম্ভ দাপাদাপির মাঝে এমন স্বচ্ছ, উদ্যমী, মেরুদন্ডী প্রার্থীকে জয়ী করার জন্য আলাদা করে কোনও আবেদন করার প্রয়োজন আছে বলে মনে করি না। এমন প্রার্থী যত আমাদের প্রতিনিধিত্ব করবে, ততই বাঙালি ফিরে পাবে তাদের গৌরবময় সোনালী অতীত।’ এই লেখার সঙ্গে ফাল্গুনীবাবু তিনটি ছবির কোলাজ করে পোস্টও করেছেন।
ফোনে ফাল্গুনীবাবুকে ধরা হলে তিনি বলেন, “দেবদূতকে আমি বহুদিন ধরে চিনি। আমার দলে অভিনয় করার সুবাদে আমি ওঁকে আরও কাছ থেকে দেখেছি। ওঁর মতবাদকে আমি বিশ্বাস করি। অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে ও গিয়েছে, কিন্তু মতবাদ থেকে ও সরে দাঁড়ায়নি। এটাই আমাকে বাধ্য করেছে ওর প্রসঙ্গে কিছু কথা লিখতে।”