‘১-২-৩… একের পর এক প্রেম’, সম্পর্ক নিয়ে কোন ভুল ভাঙালেন পিঙ্কি?
Relationship Gossip: অন্যদিকে সন্তানকে নিয়ে ব্যস্ত পিঙ্কি। সম্পর্ক থেকে বিশ্বাস কি তবে উঠে গিয়েছে অভিনেত্রীর? নাকি আদর্শ সম্পর্কের খোঁজ করে চলেছেন তিনিও।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, গত এক বছর ধরেই তিনি খবরের শিরোনামে। কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্কের বিচ্ছেদকে কেন্দ্র করেই বারবার চর্চায় উঠে এসেছেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম জল্পনা হয়নি। যদিও সেই পর্ব এখন অতীত। কাঞ্চন মল্লিক এখন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে সংসার পেতেছেন। অন্যদিকে সন্তানকে নিয়ে ব্যস্ত পিঙ্কি। সম্পর্ক থেকে বিশ্বাস কি তবে উঠে গিয়েছে অভিনেত্রীর? নাকি আদর্শ সম্পর্কের খোঁজ করে চলেছেন তিনিও।
এক সাক্ষাৎকারে সম্পর্ক, জীবন ও জীবন সঙ্গী নিয়ে মুখ খুলেছিলেন তিনি। নাহ্, কাঞ্চন মল্লিককে নিয়ে সরাসরি কোনও মন্তব্য নয়, তাঁর নজরে আদর্শ জীবন কী, তাঁর নজরে সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য কী সেই বিষয় নিজের মতামত জানিয়ে আরও একবার নজর কাড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল তাঁর সেই ভিডিয়ো।
চুপ কর-এ দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, আদর্শ জীবন সঙ্গীর মধ্যে কী কী গুন থাকা দরকার? তার উত্তরেই পিঙ্কি বললেন, ‘দেখবেন এক, দুই, তিন করে সম্পর্কের গাড়ি এগিয়েই চলেছে। প্রথম কথা একটা ভুল ভাঙিয়ে দিতে চাই। আদর্শ জীবনসঙ্গী বলে কিছ হয় না। আদর্শ বলেই কিছু হয় না। এখন সিঙ্গল, পরে ডবল… দেখুন এটা আমার জীবনদর্শন। আমি ভাগ করে নিতে চাই। ২__৬ হলে, বোঝাই যায়, মাঝের নম্বরটা ৪। জীবনের একটা প্যাটার্ন আছে। তুমি এসেছ একা, শূণ্যস্থান পূরণ করো, যাবেও একা। মাঝের জায়গাটা কী? তুমি আছও একা।’





