WAVES Summit 2025 Highlights: কীভাবে ব্লকবাস্টার পুষ্পা হয়ে উঠলেন আল্লু অর্জুন?

এই সম্মেলনেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে বিশেষ আলাপচারিতায় টিভি ৯ নেটওয়ার্কের এমডি- সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে আসবে দেশের বিনোদুনিয়ার সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ দিক।

WAVES Summit 2025 Highlights: কীভাবে ব্লকবাস্টার পুষ্পা হয়ে উঠলেন আল্লু অর্জুন?

|

May 01, 2025 | 6:20 PM

বরাবরই ভারতীয় সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আরও বেশি জনপ্রিয় করার জন্য এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগেরই বহিঃপ্রকাশ ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্য়োগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে বিশেষ আলাপচারিতায় টিভি ৯ নেটওয়ার্কের এমডি- সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে এল কীভাবে ব্লকবাস্টার পুষ্পা হয়ে উঠলেন আল্লু।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 May 2025 06:11 PM (IST)

    আল্লুর কাছে পুরস্কার কতটা জরুরী?

    বরুণ দাসের এমন প্রশ্নে পুষ্পা জানালেন, আমি পুরস্কার পেতে ভালবাসি। পুরস্কার একটা অ্যাচিভমেন্ট। যা আমার সাফল্যকে একটা রূপ দেয়। অনুপ্রেরণা পাই। নতুন কাজ করার, সেরা কাজ করার সাহস ও শক্তি জোগায়।

  • 01 May 2025 06:04 PM (IST)

    ভক্তদের কথা কতটা ভাবেন আল্লু?

    বরুণ দাসের এমন প্রশ্নের উত্তরে পুষ্পা স্পষ্টই বললেন,  ‘ভক্তরা যতটা আমার কথা ভাবে, আমিও ভক্তদের কথা ততটাই ভাবি। যে এনার্জি নিয়ে আমার ছবি দেখতে আসে তাঁরা। সেই এনার্জিটাই ভরপুর দিতে চাই আমি। আমি ভক্তদের আল্লু অর্জুনের সেরাটা উপহার দিতে চাই।’

  • 01 May 2025 05:52 PM (IST)

    আল্লুর সাফল্যের রহস্যটা কী?

    আল্লুর মেন্টার বা টিচার কে? আল্লুর সাফল্যের চাবিকাঠিটা ঠিক কোথায়? জানতে চাইলেন বরুণ দাস। আল্লু জানালেন, নিজের সঙ্গে অনেকটা সময় কাটাই। নিজের ভুলগুলো চিহ্নিত করি। বোঝার চেষ্টা করি। তারপর সেই অনুযায়ী, এগিয়ে চলি। এর সঙ্গে প্রোফেশনাল সাহায্য নিয়ে থাকি।

  • 01 May 2025 05:46 PM (IST)

    সিনেমার শুটিংয়ে দুর্ঘটনায় গুরুতর আহত

    আল্লু জানালেন, ১০ নম্বর সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছিলাম। কাঁধে গুরুতর চোট পেয়েছিলাম। চিকিৎসকরা বলেছিলেন, ৬ মাস বিশ্রাম নিয়েছিলেন। সেদিন খুব ভয় পেয়েছিলাম। সেদিন বুঝতে পেরেছিলাম শারীরিক দিক থেকে সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরী। সেই সময় আমার মনে হয়েছিল কেরিয়ারটা হয়তো নষ্ট হবে। তবে ভগবানের আশীর্বাদে, ভক্তদের ভালবাসায় সুস্থ হয়ে উঠলাম। জাতীয় পুরস্কার পেলাম।

     

  • 01 May 2025 05:40 PM (IST)

    দারুণ অভিনয়ের পাশাপাশি দুরন্ত ডান্সার আল্লু

    দারুণ অভিনয়ের পাশাপাশি দুরন্ত ডান্সার আল্লু। কীভাবে সম্ভব হল? আল্লুকে প্রশ্ন বরুণ দাসের

    অভিনয়ের মতো, নাচও আমার রক্তে বইছে। নাচটা আমার একেবারে ন্য়াচেরাল ট্যালেন্ট। নাচ ও অভিনয় মন থেকেই করি। তাই নিজেকে বার বার চ্যালেঞ্জের মুখে ফেলতে ভাল লাগে।

  • 01 May 2025 05:37 PM (IST)

    ফিটনেস মন্ত্র শেয়ার করলেন আল্লু অর্জুন

    আল্লু অর্জুন  দক্ষিণ ভারতের প্রথম সিক্স প্যাক চেহারার নায়ক। কীভাবে নিজেকে ফিট রাখেন আল্লু? পুষ্পাকে প্রশ্ন বরুণ দাসের।আল্লু জানালেন, খুব পরিশ্রম করতে হয়। প্রচুর মনযোগ দিতে হয়। অনুশীলনটাই আসল। তবে পর্দায় যখন ভাল লাগে দেখতে, সব পরিশ্রম স্বার্থক হয়ে যায়।

  • 01 May 2025 05:30 PM (IST)

    WAVES সম্মেলনের মঞ্চে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে আলাপচারিতায় বরুণ দাস

    WAVES সম্মেলনের মঞ্চে পুষ্পা রাজ। সঙ্গে টিভি ৯ নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস।