এত ব্যস্ততার মধ্যেও বিগ-বিকে দেখে হাত বাড়িয়ে কী বললেন মোদী?
Amitabh Bachchan: কিছুদিন আগেই হাতে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। এতটাই ভয়াবহ যে অস্ত্র প্রচার করতে হয় তাঁকে। সে কথা নিজের ব্লগে শেয়ারও করেছিলেন বিগ-বি। শত ব্যস্ততার মধ্যেও অমিতাভকে হাতের অবস্থা জিজ্ঞেস করতেও করতে ভুলে গেলেন না প্রধানমন্ত্রী।

২২ শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অভিজিৎ লগ্নে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামমূর্তির। এরই মাঝে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে এক ভিডিয়ো, যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, শত ব্যস্ততার মধ্যেও অমিতাভ বচ্চনের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই কৌতূহল জেগেছে সাধারণের মধ্যে। অবশেষে জানা গেল অমিতাভের থেকে হাত বাড়িয়ে ঠিক কী বলেছিলেন মোদী?
কিছুদিন আগেই হাতে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। এতটাই ভয়াবহ যে অস্ত্র প্রচার করতে হয় তাঁকে। সে কথা নিজের ব্লগে শেয়ারও করেছিলেন বিগ-বি। শত ব্যস্ততার মধ্যেও অমিতাভকে হাতের অবস্থা জিজ্ঞেস করতেও করতে ভুলে গেলেন না প্রধানমন্ত্রী। অমিতাভও চুপ করে রইলেন না। জানান, আগের থেকে ভালো আছেন তিনি। হাত ও ঠিক হচ্ছে ক্রমশ। প্রসঙ্গত, সোমবার সকালেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে অযোধ্যা হাজির হয়েছিলেন অমিতাভ। যদিও শ্রী জয়া বচ্চন বা বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখা যায়নি তাদের সঙ্গে। তা নিয়ে কম প্রশ্ন ওঠেনি! নেটিজেন্দের একাংশের মতে, জয়া বচ্চন ও কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক মতভেদ আলাদা হওয়ার কারণেই রাম মন্দিরের উদ্বোধন এড়িয়ে গিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী।
অন্যদিকে ঐশ্বর্য না আসার কারণ হিসেবে অনেকে মনে করছেন সাম্প্রতিককালে বচ্চন পরিবারের অন্দরের সম্পর্কের অবনতির গসিপ। কিছুদিন আগেই অযোধ্যায় নিজের জমি কিনেছেন অমিতাভ বচ্চন। মূল মন্দির থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জমির বাজার মূল্য ১৪ কোটি ৫০ লক্ষ টাকা।





