প্রয়াত পুনম পাণ্ডে। মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু হল এই বলিউড তারকার। শুক্রবার, ২ ফেব্রুয়ারি পুনমের ম্যানেজার পারুল চাওলা এই দুঃসংবাদ শেয়ার করেছেন। পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে এই খারাপ খবরটি শেয়ার করেছেন পারুল। সেখানে লেখা হয়েছে, “বৃহস্পতিবার রাতে মৃত্যু ঘটেছে পুনমের।” সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন পুনম।
পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখা হয়েছে, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর। ওঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, প্রত্যেককেই ভালবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে, সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন।”
মুম্বইয়ে মডেল হিসেবে পরিচিত পুনম অবশ্য চর্চার কেন্দ্রে এসেছিলেন সম্পূর্ণ অন্য কারণে। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় পুনমের একটি ভিডিয়ো শোরগোল ফেলে দেয় গণমাধ্যমে। পুনম ঘোষণা করেছিলেন, ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতলে সকলের সামনে নিজের পোশাক খুলে ফেলবেন তিনি। এই মন্তব্য করেই লাইমলাইটে এসেছিলেন পুনম (name to fame)। এমন মন্তব্য তাঁর আগে কোনও মডেল-অভিনেত্রী করেননি। এরপর থেকে চিরকালই চর্চার কেন্দ্রে ছিলেন পুনম।
India Today-কে পুনমের ম্যানেজার পারুল বলেছেন, “কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন পুনম। তাঁর ক্যানসার শেয পর্যাযে পোঁছে গিয়েছিল। নিজের জন্মস্থান উত্তনপ্রদেশে ছিলেন পুনম। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”
‘মোহময়ী (Erotic)’ অভিনেত্রী হিসেবে পরিচিত হয়েছিলেন পুনম পাণ্ডে। ২০১৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম অভিনীত ছবি ‘নশা’। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ওটিটি গেম শো ‘লকআপ’-এ অংশগ্রহণ করেছিলেন পুনম (২০২২ সালে)। অংশগ্রহণ করেছিলেন ‘বিগ বস সিজ়ন ৭’-এও। বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সেনসেশন তৈরি করা এবং বারবার খবরের শিরোনামে চলে আসার জন্য চর্চিত ছিলেন পুনম। ওই শো-য়ে অংশ নিয়ে নিজের অনুরাগী সংখ্যাও বাড়িয়ে ছিলেন পুনম।