জ্বলছে বাংলাদেশ। গত কয়েক সপ্তাহের ছবিতে যেন থমকে গিয়েছে সকলের শ্বাস। পরিস্থিতি ক্রমেই যেন জটিল হয়ে উঠছিল। ৫ অগাস্ট ছবিটা যায় পাল্টে। সরকার পড়ে প্রতিবেশী রাষ্ট্রে। একপ্রকার বাধ্য হয়ে ইস্তফা দিতে দেখা যায় শেখ হাসিনাকে। বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসেন ভারতে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে বাংলাদেশের নাগরিকদের নানা পোস্ট। যার মধ্যে অন্যতম হল– স্বাধীন দেশ। খুশির জোয়ারে ভাসছেন সকলে। সেনার দখলে এখন সোনার বাংলা। আর এই পরিস্থিতিতে চুপ থাকলেন না বাংলাদেশের চর্চিত স্টার পরীমনি। একাধিকবার খবরের শিরোনামে উঠে আসা এই সেলেবকে নিয়ে কম জলঘোলা হয়নি। ৫ অগাস্ট দিনটা তাঁর কাছেও ভীষণ প্রাসঙ্গিক। ৫ অগাস্ট ২০২২, মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি। হয়েছিল কারাবাসও। সেই স্মৃতি উষ্কে এবার ইঙ্গিতবহ পোস্ট পরীমনির।
হাসিনা সরকার পতনে পরীমনি লিখলেন, ‘তিন বছর আগে এই ৫ আগষ্ট যে ভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল…….. প্রকৃতি হিসেব রাখে মা’। প্রসঙ্গত, কাশিমপুর কারাগারে ছিলেন তিনি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল এই খবর। তিনি নিজে লাইভ করেছিলেন। জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে সবটাই নাকি চক্রান্ত। একাধিকবার অভিযোগের আঙুল তুললেও তাঁর পরিস্থিতির কথা নাকি কেউ ভাবেনি বলেই স্পষ্ট জানিয়েছিলেন বাংলাদেশের এই অভিনেত্রী। তারই ঠিক তিন বছর যেতে না যেতেই সরকার পতনে খুশি পরীমনি। তা তাঁর পোস্টে একেবারেই স্পষ্ট। যদিও তিনি যে কোনও সন্ত্রাস চাইছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এও লেখেন তিনি, ‘শান্তি চাই, লুটপাট, থানা আক্রমন, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দ্বায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশের আর রক্তপাত চাই না।’