‘অপরাধী’ কে? ‘অনুসন্ধান’-এ নেমে কী বলছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়
ইংল্যান্ডে খোঁজ চলছে অপরাধীর! কী বলছেন পরিচালক?
করোনা আবহে শুট হওয়া প্রথম ছবি। তাও আবার এ দেশে নয়, বিদেশে। ইংল্যান্ডের রানি এলিজাবেথ দ্য সেকেন্ডের ক্যাসেল সামনে। ছবির নাম অনুসন্ধান। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কড়া বিধিনিষেধ মেনে চলে ছবির শুটিং। অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, পায়েল সরকার, প্রিয়াঙ্কা সরকার, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা মণ্ডল।
আরও পড়ুন শুটিংয়ের শেষ দিনে অনুরাগের সঙ্গে কী বাজি ধরলেন তাপসী পান্নু
অনুসন্ধান ছবির টিজার পোস্টার মুক্তি পেল আজ। এক পুরনো মহলের সামনে এক বড় গেট পেরচ্ছেন স্যুট-প্যান্ট পরা এক জনৈক। তাঁর মুখ দেখা না গেলেও, যা মনে হচ্ছে তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। জনৈকর পায়ের সামনে, রাস্তায় ইংরেজিতে লেখা ‘গিল্টি’। রিলিজ হওয়া পোস্টারটি জুড়ে রয়েছে রহস্য। সেই রহস্যভেদ কি কিছুটা হলেও করতে পারবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়? তাঁকে ফোনে ধরা হলে তিনি বলেন, “দেখুন পুরো গল্পটা তো বলতে পারব না। কিন্তু যা বলতে পারি তা হল, একজন কর্পোরেট এগজিকিউটিভ এক দুর্ঘটনার পর একটি বাড়িতে যান। সেখানে তাঁর চারজন চরিত্রের সঙ্গে আলাপ হয়, যাঁরা কোনও না কোনও সময় আদালতের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর একেবারে খেলার ছলে মক ট্রায়াল শুরু হয়।”
ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তিনি ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখোপাধ্যায়। পোস্টারে বড়-বড় করে লেখা ‘গিল্টি’ আসলে কে? প্রশ্ন শুনে কমলেশ্বর বললেন, “না সে ব্যাপারে আমি বলে দিলে, ছবিটা-ই বলে দেওয়া হয়ে যাবে। ক্রমশ প্রকাশ্য”