দাউ দাউ করে জ্বলছে সিনেমা হল! প্রভাসকে দেখতে এসে কী ঘটল?

শুক্রবার প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab) মুক্তি পাওয়ার পর এমনই এক ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকল ওড়িশার বেরহামপুরের একটি প্রেক্ষাগৃহ। উন্মাদনার চক্করে সাধারণ মানুষের প্রাণ সংশয় হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

দাউ দাউ করে জ্বলছে সিনেমা হল! প্রভাসকে দেখতে এসে কী ঘটল?

|

Jan 10, 2026 | 2:45 PM

প্রিয় তারকার জন্য মন্দির বানানো, শরীরে ট্যাটু করা কিংবা ট্রাক্টরে চেপে সিনেমা দেখতে যাওয়ার গল্প নতুন নয়। কিন্তু অন্ধ ভক্তিতে অন্ধ হয়ে হলের ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত কি মেনে নেওয়া যায়? শুক্রবার প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab) মুক্তি পাওয়ার পর এমনই এক ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকল ওড়িশার বেরহমপুরের একটি প্রেক্ষাগৃহ। উন্মাদনার চক্করে সাধারণ মানুষের প্রাণ সংশয় হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

৯ জানুয়ারি মুক্তি পেয়েছে সুপারস্টার প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য রাজা সাব’। মারুতি পরিচালিত এই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। ওড়িশার অশোকা থিয়েটারে ছবিটির প্রদর্শনী চলাকালীন উচ্ছ্বসিত ভক্তরা প্রায় ২৫ কেজি রঙিন কাগজ ওড়ানো শুরু করেন। কিন্তু বিপত্তি বাঁধে তখন, যখন সেই কাগজের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পর্দার সামনে থাকা কাগজের স্তূপ দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এই অগ্নিকাণ্ডের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শিউরে উঠেছেন নেটিজেনরা।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রভাসের ভক্তরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এসি হলের ভেতরে এভাবে আগুন ধরিয়ে দেওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বিশেষ করে কনফেটি বা রঙিন কাগজের স্তূপ আগুনের সংস্পর্শে আসতেই দ্রুত ছড়িয়ে পড়েছিল। নেটিজেনদের একাংশের বক্তব্য, “সিনেমা দেখার অভিজ্ঞতার অবমাননা তো বটেই, অন্যের জীবনকে এভাবে বিপন্ন করা অপরাধের সামিল।” প্রেক্ষাগৃহের নিরাপত্তা ব্যবস্থাও এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে।

‘কল্কি ২৮৯৮ এডি’-র আকাশছোঁয়া সাফল্যের পর প্রভাসের এই হরর-কমেডি ছবি নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা ছিল। প্রথম দিনেই ভারতজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘দ্য রাজা সাব’। তবে ব্যবসায়িক দিকে সফল হলেও সাধারণ দর্শকদের প্রতিক্রিয়ায় মিশ্র সুর শোনা যাচ্ছে। ছবির গল্প বা মেকিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন দর্শকদের একাংশ।

কিন্তু ছবির মান নিয়ে আলোচনার চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ভক্তদের এই অবিবেচক আচরণ। প্রিয় অভিনেতার প্রত্যাবর্তন উদ্যাপন করতে গিয়ে প্রেক্ষাগৃহকে অগ্নিকুণ্ডে পরিণত করার এই চেষ্টা ভারতীয় সিনেমা সংস্কৃতির এক অন্ধকার দিককেই তুলে ধরল।