কোলে কুমির নিয়ে সিনেমা হলে দর্শক! ভিডিয়ো দেখলে তাক লেগে যাবে

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকশ ভক্ত বিশাল আকৃতির নকল কুমির মাথার ওপর তুলে স্লোগান দিতে দিতে হলের ভেতরে ঢুকছেন। আসলে ছবির ট্রেলারে একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে প্রভাসকে একটি কুমিরের সঙ্গে লড়াই করতে এবং সেটিকে আছাড় মারতে দেখা গেছে।

কোলে কুমির নিয়ে সিনেমা হলে দর্শক! ভিডিয়ো দেখলে তাক লেগে যাবে

|

Jan 09, 2026 | 4:38 PM

দক্ষিণ ভারতীয় মেগাস্টার প্রভাসের ছবি মুক্তি মানেই ভক্তদের উন্মাদনার বাঁধ ভাঙা জোয়ার। কিন্তু এবার যা ঘটল, তা সম্ভবত আগে কখনও দেখেনি ভারতীয় সিনেমা জগত। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’। আর প্রিয় তারকার নতুন ছবি বরণ করে নিতে আজব এক কায়দা বেছে নিলেন ভক্তরা। হলের ভেতরে তাঁদের দেখা গেল প্লাস্টিকের নকল কুমির কাঁধে নিয়ে ঢুকতে!

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকশ ভক্ত বিশাল আকৃতির নকল কুমির মাথার ওপর তুলে স্লোগান দিতে দিতে হলের ভেতরে ঢুকছেন। আসলে ছবির ট্রেলারে একটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে প্রভাসকে একটি কুমিরের সঙ্গে লড়াই করতে এবং সেটিকে আছাড় মারতে দেখা গেছে। পর্দার সেই ‘ভাইরাল’ দৃশ্যটিকেই বাস্তব জীবনে পুনর্নির্মাণ করতেই ভক্তদের এই অভিনব উদ্যোগ।

ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার মতে, ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারে। অন্ধ্রপ্রদেশ সরকারের নির্দেশ অনুযায়ী, পেইড প্রিমিয়ার শোগুলোর টিকিটের দাম সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া সাধারণ শোগুলোর টিকিটের দামও ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে, যার ফলে সিঙ্গল স্ক্রিন থিয়েটারে টিকিটের দাম দাঁড়িয়েছে ২৯৭ টাকা।