ভিএফএক্সে পুণরায় শুটিং, পিছিয়ে যেতে পারে প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’-এর রিলিজ

শুভঙ্কর চক্রবর্তী |

May 05, 2021 | 3:01 PM

এও শোনা যাচ্ছে নির্মাতারা ২০২১ সালে দশেরা অথবা ক্রিসমাস ছবি মুক্তির প্রচেষ্টা চালাচ্ছে।

Follow Us

প্রভাসের মেক আপ আর্টিস্ট কোভিডে আক্রান্ত হওয়ার পর আবার প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিটি বন্ধ হয়ে যায়। এবং এসব কারণে হয়তো আগামী ৩০ জুলাই রিলিজ করা যাবে না বিগ বাজেট ছবি ‘রাধে শ্যাম’।

যদিও ছবিটির বেশিরভাগ শুটিং শেষ হওয়ে গিয়েছে। তবে নির্মাতারা কিছু দৃশ্যের পুণরায় শুটিং করবে, এবং এ কারণে প্রভাসকে হায়দরাবাদে যেতে হয়েছে।

 

আরও পড়ুন টুইটার করেছে ব্রাত্য, ‘কু’ ডাকছে কঙ্গনাকে

 

তুন খবর অনুযায়ী ফিল্মটির গ্রাফিক কাজের জন্য আরও সময় প্রয়োজন এবং কিছু অসম্পূর্ণ ভিএফএক্সের  কাজও রয়েছে। কোনও কারণে, ইটালিতে শুট করা দৃশ্যগুলি আবার ভিএফএক্সের মাধ্যমে পুনরায় শুট করা৪ হবে। এবং তাই ফিল্মে নির্মাণের জন্য অতিরিক্ত সময় লাগবে। অন্য দিকে, ছবিতে একটি গান এবং কয়েক দিনের প্যাচওয়ার্কের কাজও শেষ করতে হবে। এই সমস্ত কাজ মুলতুবি থাকা এবং বর্তমান পরিস্থিতির কারণে ‘রাধে শ্যাম’ জুলাই মাসে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম।

 

 

এও শোনা যাচ্ছে নির্মাতারা ২০২১ সালে দশেরা অথবা ক্রিসমাস ছবি মুক্তির প্রচেষ্টা চালাচ্ছে। তবে টিম এখনও কিছুই নিশ্চিত করেনি। কোভিডের এই কঠিন সময় নিয়ন্ত্রণে আসার জন্য অপেক্ষা করছ গোটা টিম, যাতে তারা ইউরোপে পুনরায় শুটিং শুরু করতে পারে।

 

প্রভাসের মেক আপ আর্টিস্ট কোভিডে আক্রান্ত হওয়ার পর আবার প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিটি বন্ধ হয়ে যায়। এবং এসব কারণে হয়তো আগামী ৩০ জুলাই রিলিজ করা যাবে না বিগ বাজেট ছবি ‘রাধে শ্যাম’।

যদিও ছবিটির বেশিরভাগ শুটিং শেষ হওয়ে গিয়েছে। তবে নির্মাতারা কিছু দৃশ্যের পুণরায় শুটিং করবে, এবং এ কারণে প্রভাসকে হায়দরাবাদে যেতে হয়েছে।

 

আরও পড়ুন টুইটার করেছে ব্রাত্য, ‘কু’ ডাকছে কঙ্গনাকে

 

তুন খবর অনুযায়ী ফিল্মটির গ্রাফিক কাজের জন্য আরও সময় প্রয়োজন এবং কিছু অসম্পূর্ণ ভিএফএক্সের  কাজও রয়েছে। কোনও কারণে, ইটালিতে শুট করা দৃশ্যগুলি আবার ভিএফএক্সের মাধ্যমে পুনরায় শুট করা৪ হবে। এবং তাই ফিল্মে নির্মাণের জন্য অতিরিক্ত সময় লাগবে। অন্য দিকে, ছবিতে একটি গান এবং কয়েক দিনের প্যাচওয়ার্কের কাজও শেষ করতে হবে। এই সমস্ত কাজ মুলতুবি থাকা এবং বর্তমান পরিস্থিতির কারণে ‘রাধে শ্যাম’ জুলাই মাসে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম।

 

 

এও শোনা যাচ্ছে নির্মাতারা ২০২১ সালে দশেরা অথবা ক্রিসমাস ছবি মুক্তির প্রচেষ্টা চালাচ্ছে। তবে টিম এখনও কিছুই নিশ্চিত করেনি। কোভিডের এই কঠিন সময় নিয়ন্ত্রণে আসার জন্য অপেক্ষা করছ গোটা টিম, যাতে তারা ইউরোপে পুনরায় শুটিং শুরু করতে পারে।

 

Next Article