AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং, কী হয়েছিল গায়কের?

২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মুকুট জয়ের পর রাতারাতি জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন প্রশান্ত তামাং। কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে গানের মঞ্চের মহাতারকা হয়ে ওঠার এই সফরটি ছিল যেন অনেকটা রূপকথার মতো। দার্জিলিঙে জন্ম হয় প্রশান্তের।

প্রয়াত 'ইন্ডিয়ান আইডল' খ্যাত প্রশান্ত তামাং, কী হয়েছিল গায়কের?
| Updated on: Jan 11, 2026 | 1:59 PM
Share

সুরের সফর থামল অকালেই। প্রয়াত হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং। রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। তবে গায়কের মৃত্যুর খবর রটে গেলেও, এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য বা শোকবার্তা পাওয়া যায়নি।

সূত্রের খবর, অরুণাচলপ্রদেশে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান করে তিনি দিল্লিতে ফিরে এসেছিলেন। রবিবার দিল্লির বাড়িতেই থাকাকালীন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘটানি প্রশান্তর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। অন্যদিকে, দার্জিলিংয়ের প্রখ্যাত গায়ক মহেশ সেবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কর্মসূত্রে গত বেশ কিছুদিন ধরে দিল্লিতেই বসবাস করছিলেন প্রশান্ত।

২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মুকুট জয়ের পর রাতারাতি জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন প্রশান্ত তামাং। কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে গানের মঞ্চের মহাতারকা হয়ে ওঠার এই সফরটি ছিল যেন অনেকটা রূপকথার মতো। দার্জিলিঙে জন্ম হয় প্রশান্তের। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ টান ছিল তাঁক। সেই সুবাদেই ইন্ডিয়ান আইডল ৩-এ অংশ নেন। প্রথম থেকেই শ্রোতাদের নজর কেড়ে নিয়েছিলেন প্রশান্ত। নেপালি ভাষী এই শিল্পীর দাপট কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না, নেপালেও তাঁর অগণিত অনুরাগী রয়েছে। তাঁর গাওয়া বহু নেপালি গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

গানের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলে প্রশান্ত তামাং। তাঁকে দেখা গিয়েছিল ‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজে। এর পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের ছাপ রেখেছিলেন প্রশান্ত। ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ এবং ‘পরদেশী ২’-এর মতো সফল নেপালি ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।  এদেশের পাশাপাশি, প্রশান্তের মৃত্যুতে নেপালের সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোক।