কীভাবে মৃত্যু হল প্রশান্ত তামাংয়ের? কী ঘটেছিল রবিবার? সবটা জানালেন স্ত্রী

প্রশান্তের মৃত্যু নিয়ে নানা খবর রটেছে। অনেকেই মনে করছেন, এই মৃত্যুর স্বাভাবিক নয়। সোশাল মিডিয়াতেও নেটিজেনদের একাংশ এই নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। তবে এবার প্রশান্তের মৃত্যু নিয়ে খোদ মুখ খুললেন গায়কের স্ত্রী গীতা থাপা। সংবাদ সংস্থা এএনআইকে জানালেন ঠিক কী ঘটেছিল রবিবার?

কীভাবে মৃত্যু হল প্রশান্ত তামাংয়ের? কী ঘটেছিল রবিবার? সবটা জানালেন স্ত্রী

|

Jan 12, 2026 | 2:27 PM

১১ জানুয়ারি ২০২৬— দিনটি পাহাড়ের গর্ব প্রশান্ত তামাংয়ের অগণিত ভক্তদের কাছে বিষাদময় হয়ে রয়ে গেল। মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী এই শিল্পী। কয়েক মাস আগেও ‘পাতাল লোক’ সিজন-২ তে অভিনয়ের মাধ্যমে নজর কেড়ে ছিলেন এই তারকা। প্রশান্তের মৃত্যু নিয়ে নানা খবর রটেছে। অনেকেই মনে করছেন, এই মৃত্যুর স্বাভাবিক নয়। সোশাল মিডিয়াতেও নেটিজেনদের একাংশ এই নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। তবে এবার প্রশান্তের মৃত্যু নিয়ে খোদ মুখ খুললেন গায়কের স্ত্রী গীতা থাপা। সংবাদ সংস্থা এএনআইকে জানালেন ঠিক কী ঘটেছিল রবিবার?

প্রশান্তের মৃত্যুর কারণ নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা চলছিল। কেউ দাবি করছিলেন হৃদরোগ, আবার কেউ তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গীতা জানান, প্রশান্তের মৃত্যু হয়েছে অত্যন্ত স্বাভাবিকভাবে। তিনি বলেন, “এটি একটি স্বাভাবিক মৃত্যু ছিল। উনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমি সেই সময় ওঁর পাশেই ছিলাম।”

পুলিশি বয়ান অনুযায়ী, প্রশান্তকে যখন দিল্লির জনকপুরীর বাড়ি থেকে মাতা চানন দেবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।

প্রশান্তের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্ব থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। ভক্তদের এই ভালোবাসায় অভিভূত গীতা। তিনি বলেন, “আমি সারা বিশ্ব থেকে ফোন পাচ্ছি। পরিচিত-অপরিচিত বহু মানুষ ফুলের তোড়া পাঠাচ্ছেন। অনেকে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছেন, অনেকে হাসপাতালে গিয়েছিলেন শেষবার ওঁকে দেখার জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ।”

কান্নাভেজা গলায় গীতা অনুরোধ করেন, ভক্তরা যেন প্রশান্তকে একজন ‘মহৎ আত্মা’ এবং ‘অসাধারণ মানুষ’ হিসেবে মনে রাখেন। তিনি বলেন, “আপনারা ওঁকে যেভাবে ভালোবেসে এসেছেন, সেভাবেই ভালোবেসে যাবেন। উনি মানুষ হিসেবে খুব বড় ছিলেন।”

প্রশান্তের অকাল প্রয়াণে ভারতীয় বিনোদন জগত এক প্রতিভাবান শিল্পীকে হারাল। গায়ক হিসেবে তাঁর সাফল্য ছিল আকাশছোঁয়া, আবার অভিনেতা হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়া কঠিন বলে মনে করছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।