
নীল চুল। বাঁ হাতে ট্যাটু! মুখে চেন। চোখে সানগ্লাস। ইনি হচ্ছেন অভিনেত্রী স্মিতা পিলের ছেলে প্রতীক বব্বর।

যে নীল চুলের দিকে চোখ যাচ্ছে। এটাই এখন হাল ফ্যাশন। কোবাল্ট ব্লু ২০২১! যা-ই বলুন প্রতীককে লাগছে কিন্তু সুপারহট!

যিনি এই নীল চুলে প্রতীককে সাজিয়েছেন। তিনি আলিম হাকিম। মুম্বইয়ের নামকরা স্টাইলিস্ট এবং ট্যাটু আর্টিস্ট।

ছেঁড়া জিন্স। ব্ল্যাক-রেড জুতো। সারা হাতে ট্যাটু। প্রতীকের ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু সিডাকটিভ।

সঞ্জয় গুপ্তার পরের ছবি 'মুম্বই সাগা'তে অভিনয় করছেন প্রতীক। ছবিতে রয়েছেন জন আব্রাহাম, ইমরান হাশমি, জ্যাকি শ্রফ প্রমুখ।

মা স্মিতা পাটিলের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রতীক। লেখেন "...প্রত্যেক বছর আমার সঙ্গেই মায়ের বয়স বাড়ে। এখন মায়ের বয়স ৬৫। এখনও মা আমার ভিতরেই রয়েছে।"